Beta
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

তিন সেঞ্চুরিতে ইতিহাসসেরা রান জিম্বাবুয়ের

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পর ব্রায়ান বেনেট
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পর ব্রায়ান বেনেট
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের আগের দলীয় সর্বোচ্চ ছিল ৯ উইকেটে ৫৬৩ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০১ সালে হারারে টেস্টে এ রান করেছিলেন জিম্বাবুয়েনরা। ২৩ বছর পর সেই রেকর্ড ভেঙে  বুলাওয়েতে নিজেদের ইনিংস সর্বোচ্চ রানের কীর্তি গড়লেন শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন ও ব্রায়ান বেনেটরা। এ তিনজনের সেঞ্চুরির ওপর দাঁড়িয়েই এ কীর্তি গড়ে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫৮৬ রান।

আগের দিন ১৪৫ রানে অপরাজিত থেকে শুরু করেছিলেন শন উইলিয়ামস। টেস্টের ৫ম সেঞ্চুরিটি ক্যারিয়ারসেরা ইনিংসে রূপ দিয়ে থামেন শন। আউট হওয়ার আগে ১৭৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় খেলেন ১৫৪ রানের ইনিংস।

জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ এরভিন ৫৬ রানে দিন শুরু করেছিলেন। শনের সঙ্গে ১৬৩ রানের জুটি ভাঙার পর অধিনায়কোচিত ইনিংস উপহার দেন তিনি। ব্রায়ানের সঙ্গে গড়েন ৮২ রানের জুটি। তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে ১০ চারে ১৭৬ বলে ১০৪ রান।

ইনিংসের শেষ অধ্যায়ের নায়ক ব্রায়ান। দ্বিতীয় টেস্ট খেলতে নেমে টেলএন্ডারদের সঙ্গে নিয়ে জিম্বাবুয়ের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এনে দিয়ে অপরাজিত থাকেন তিনি। শেষ উইকেট হিসেবে ট্রেভর গোয়ানডে যখন আউট হন তখন ব্রায়ানের নামের পাশে ১২৪ বলে ১১০ রান। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকান ব্রায়ান।

এই টেস্টে অভিষেক হয় দুদলের ৬ ক্রিকেটারের। এর মধ্যে আফগান রহস্য স্পিনার আল্লাহ গজনফর নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন জিয়া-উর-রেহমান, নাভিদ জাদরান ও জহির খান। অভিষেক ইনিংসে ৬৮ রান করেন বেন কারেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত