Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সি-১৭ সামরিক বিমান।
সি-১৭ সামরিক বিমান।
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্র একটি সামরিক বিমানে করে ২০৫ ভারতীয় নাগরিককে ফেরত পাঠাচ্ছে, যারা দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, টেক্সাস থেকে সি-১৭ সামরিক বিমানে ওই ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে। তাদের পরিচয় এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। এই কাজে ভারতও সহায়তা করেছে বলে জানা গেছে।

অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া দেশটির বর্তমান প্রেসিডেন্টের নির্বাচনী প্রতিশ্রুতি ও কঠোর নীতির অংশ। এর আগে দেশটির প্রশাসন সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসে পাঠিয়েছিল।

আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে করবেন। ঠিক এর আগেই অবৈধ ভারতীয় নাগরিকদের প্রথম দফায় নির্বাসন শুরু করল যুক্তরাষ্ট্র।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মোদির জন্য এটি হবে প্রথম সফর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, নয়াদিল্লি বৈধভাবে বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফিরে আসার জন্য উন্মুক্ত রয়েছে।

এ বিষয়ে ট্রাম্প গত মাসে সাংবাদিকদের বলেছিলেন, “ইতিহাসে প্রথমবারের মতো আমরা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে সামরিক বিমানে করে তাদের আসল জায়গায় ফিরিয়ে দিচ্ছি।”

ট্রাম্প আরও জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত নেওয়ার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন।

ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্র ১৮ হাজারের বেশি ভারতীয় অভিবাসী চিহ্নিত করেছে, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত অবৈধ অভিবাসনের বিপক্ষে। কারণ এটি বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত।

নয়া দিল্লিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র তার সীমান্ত কঠোরভাবে রক্ষা করছে, অভিবাসন আইন শক্তিশালী করছে এবং অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত