Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

নারী সাফের দলে নতুন ৯ ফুটবলার

নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দল  ঘোষণা করছেন জাতীয় দলের কোচ পিটার বাটলার। ছবি: সকাল সন্ধ্যা
নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করছেন জাতীয় দলের কোচ পিটার বাটলার। ছবি: সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

অধিনায়ক সাবিনা খাতুনের চেহারায় আত্মবিশ্বাসের ছাপ। কিন্তু কণ্ঠে নেই সেই অনুরণন। আগামী ১৭-৩০ অক্টোবর নেপালের দশরথ রঙ্গশালায় হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাভাবিকভাবেই শিরোপা ধরে রাখতে চাইবে। কিন্তু সফল কোচ গোলাম রব্বানী ছোটনের বদলে দায়িত্ব নেওয়া বৃটিশ পিটার বাটলার তেমন প্রতিশ্রতি দিতে পারলেন কোথায়? সাবিনাও যেন কোচের সঙ্গেই গলা মেলালেন। ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানালেন অভিজ্ঞ এই স্ট্রাইকারও।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে সোমবার ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। যে দলে নেই গত সাফে চ্যাম্পিয়ন হওয়া ডিফেন্ডার আঁখি খাতুন ও সিরাত জাহান স্বপ্না। দুজনই ফুটবল ছেড়ে অবসরে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারও পুরোপুরি চোট থেকে সেরে ওঠেননি। তারপরও দলে জায়গা হয়েছে টাঙ্গাইলের এই  নারী ‍ফুটবলারের।

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা খাতুন ও সহ অধিনায়ক মারিয়া মান্দা। ছবি: সকাল সন্ধ্যা

প্রথমবার সাফের দলে ডাক পেয়েছেন ৯ ফুটবলার-আফঈদা খন্দকার, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মাতসুশিমা সুমাইয়া, মুনকি আক্তার, শাহেদা আক্তার রিপা, মোসাম্মৎ ইয়ারজান, মিলি আক্তার ও মোসাম্মৎ সাগরিকা। যারা এরই মধ্যে বিভিন্ন সময়ে বয়সভিত্তিক ফুটবলে নিজেদের প্রমাণ করেছেন।

বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২০ অক্টোবর। প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপ পর্বে শক্তিশালী ভারতের বিপক্ষে পরের ম্যাচ ২৩ অক্টোবর।

 এই দলের বড় দুর্বলতা, সাফের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। যদিও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বসুন্ধরা কিংস অ্যারিনায় কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন মারিয়া মান্দা, মনিকা চাকমারা।

তবে এটাকে যথেষ্ট মানছেন না অধিনায়ক সাবিনা খাতুন, “সাফের প্রস্তুতির জন্য কিছু ম্যাচ দরকার ছিল। যদিও সারা বছর ট্রেনিংয়ে থাকা ও ম্যাচ টেম্পারমেন্ট এক বিষয় না। ম্যাচ খেলতে না পারার আক্ষেপ তো থাকছেই।’

বাংলাদেশের গ্রুপে শক্তিশালী ভারত ও পাকিস্তান। সাফের শিরোপা ধরে রাখা কতটা কঠিন হবে? সাবিনার উত্তর, “শিরোপা ধরে রাখতে পারব কিনা তা বলতে পারব না। তবে অনেক চ্যালেঞ্জিং হবে।”

নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ফুটবলারদের হাতে তুলে দিচ্ছেন উপহার। ছবি: সকাল সন্ধ্যা

সর্বশেষ সাফে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল ডিফেন্ডার আখি খাতুন ও ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার। আঁখি চীনে পড়াশুনায় ব্যস্ত। স্বপ্না বিয়ের পর ব্যস্ত ঘরকন্না নিয়ে। এবারের সাফে স্বাভাবিকভাবেই তাদের অভাব অনুভব করবেন সাবিনা, “ এটা সত্যি আঁখি ও স্বপ্নাকে মিস করব। ওরা দুজন থাকলে ভারত ও নেপাল ভয় পায়। তবে যারা আছে তাদেরকে নিয়েই আমাদের লড়াই করতে হবে। ”

অতীত ভুলে সামনে তাকাতে চান কোচ পিটার বাটলারও, “ আগে কি হয়েছে সেটা নিয়ে বসে থাকতে চাই না। এখন আমরা সামনের দিকে তাকাতে চাই। আমি এই দল নিয়ে খুব আত্মবিশ্বাসী। আশা করি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা টুর্নামেন্টটা উপভোগ করতে চাই।”

কাঠমান্ডুর উদ্দেশ্যে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে মঙ্গলবার। এ উপলক্ষ্যে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের কর্মকর্তা এইচ এম মুস্তাফিজুর রহমান।  

নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে সাবিনা ও মারিয়া। ছবি: সকাল সন্ধ্যা

বাংলাদেশ দল : রুপনা চাকমা, মাসুরা পারভীন, আফঈদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নীলুফা ইয়াসমিন নীলা, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানী, মাতসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তার, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানী সরকার, মোসাম্মৎ ইয়ারজান, মিলি আক্তার, মোসাম্মৎ সাগরিকা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত