নারী সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর পেরিয়ে গেছে ৭০ দিন। শিরোপা জয়ের পর সাবিনা খাতুন, মনিকা চাকমারা পুরস্কারের বন্যায় ভেসে গেছেন। বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের দেওয়া অর্থ পুরস্কার তারা বুঝে পেলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিশ্রুত দেড় কোটি টাকা বোনাস এখনও পাননি! এ নিয়ে কিছু বলা হচ্ছে না বাফুফের তরফ থেকেও।
নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর ৯ নভেম্বর বাফুফের নির্বাহী কমিটির প্রথম সভায় নারী ফুটবলারদের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করে বাফুফে। কিন্তু সেই বোনাস দেওয়ার নাম-গন্ধও নেই।
বাফুফের সভাপতি, সহ-সভাপতি ও নির্বাহী কমিটির সব সদস্যদের একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক মিলিয়ে দেড় কোটি টাকা তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। কিন্তু কমিটির অনেকেরই তাতে সম্মতি নেই। তাদের কেউ কেউ বলছেন, “৫ লাখ টাকা চাপিয়ে দেওয়ার কোনও মানে হয় না।” একজন বলেছেন, “আমার টাকা দেওয়ার সামর্থ্য আছে কিনা, সেটা তো সভাপতিকে বুঝতে হবে। তিনি বললেই কী হয়ে যায়?”
বাফুফে বরাবরের মতোই অর্থ সংকটে থাকে। তাই সভাপতি নির্বাহী কমিটি থেকে চাঁদা তুলে দেওয়ার কথা বলেছেন। এ ব্যাপারে জানতে চাইলে নির্বাহী কমিটির বেশিরভাগই প্রসঙ্গটি এড়িয়ে গেছেন। ৯ নভেম্বরের সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু বলেছিলেন, “সভাপতি আমাদের (বোর্ডের সদস্যদের) তাগাদা দিয়েছেন। কারণ, টাকাটা বোর্ডের সবাই মিলে নিজেদের মধ্য থেকে দেব।”
বাফুফে কার্যনির্বাহী কমিটিতে নতুন আসা সদস্য গোলাম গাউস ব্যপারটিকে ব্যাখ্যা করেছেন এভাবে, “আসলে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা সভাপতি চাপিয়ে দিয়েছেন এটা বলব না। মেয়েদের এই পুরস্কার প্রাপ্য। ওদের টাকা দিতে হবে। আমি নিজেও তাই বোনাস দেওয়ার পক্ষে। মেয়েরা যেন টাকাগুলো পেতে পারে সে ব্যাপারে আমি সহযোগিতা করতে চাই।”
আরেক সদস্য বিজন বড়ুয়া প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে বলেন, “এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে চাই না। অন্য কেউ টাকা দেবে কিনা সেটাও বলতে পারব না। সবচেয়ে ভালো হয়, সেক্রেটারির (বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার) কাছ থেকে বিষয়টি জানলে।”
বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফকে বেশ উদ্যোগীই মনে হয়েছে, “মেয়েদের হাতে যত দ্রুত সম্ভব টাকাটা তুলে দেওয়া উচিত। এ ব্যাপারে আমাদের সভাপতি নিজে উদ্যোগী হয়ে কাজ করছেন। আমরাও চাই তাড়াতাড়ি মেয়েরা টাকাগুলো পেয়ে যাক।”
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন নিজেও যেন পুরো প্রক্রিয়াটা নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন, “আমরা নারী ফুটবলারদের টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছি, এটা ঠিক। কিন্তু পুরো প্রক্রিয়া দেখভাল করছেন আমাদের সভাপতি।” কিন্তু বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে লন্ডন গেছেন। তিনি কবে দেশে ফিরবেন, সেটাও কেউ জানে না।
এদিকে বাফুফের আরেক সদস্য মঞ্জুরুল করিম তো জানেনই না নারী ফুটবলারদের বোনাস দেওয়ার সিদ্ধান্তের কথা, “আমি এ ব্যাপারে কিছু জানি না। আর মেয়েদের টাকা দেওয়ার জন্য যে কমিটি করা হয়েছে সেটার সদস্যও আমি না। তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না।” মজার ব্যাপার হচ্ছে, বোনাসের টাকা তোলার কোনও কমিটিও করেনি বাফুফে।
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ২০ লাখ, ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি, সাউথ ইস্ট ব্যাংক থেকে জনপ্রতি ৩ লাখ ও ওয়ালটন থেকে একটি করে রেফ্রিজারেটর উপহার পেয়েছেন।
এর আগে ১৬ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির সভায় নারী দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুসারে ৭ ডিসেম্বর কক্সবাজারে জমকালো অনুষ্ঠান করে তাদের দেওয়া হয়েছে সম্মাননা। নারী দলকে ওই অনুষ্ঠানে দেওয়া হয়েছিল ১ কোটি টাকা। এর বাইরে সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও সেরা গোলরক্ষক রুপনা চাকমাকে বাড়তি ১ লাখ ৭৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।
বাকিরা পুরস্কারের অর্থ আগে বুঝিয়ে দেওয়ায় চাপ বাড়ছে বাফুফের ওপর। বাইরের লোকজন টিকা-টিপ্পনীও কাটছে প্রতিশ্রুত বোনাস নিয়ে। হাস্যরস যতই হোক, বাফুফের কোনও হেলদোল নেই। কার্যকরী উদ্যোগও নেই।