বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ও প্রতিষ্ঠিত স্টার সিনেপ্লেক্স। পথ চলার বিশ বছরে নির্মাতা ও প্রযোজকদের ভরসাস্থল হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। তেমনি দর্শকদের জন্যও সিনেমা দেখার প্রিয় স্থান হয়ে উঠেছে এটি।
গত কিছুদিন ধরেই বেশ কিছু জরিপ প্রকাশ করে চলেছে স্টার সিনেপ্লেক্স। চলতিবছর হলিউড-বলিউডের কোন কোন সিনেমাগুলো দর্শক চাহিদার শীর্ষে ছিল তা যেমন জানিয়েছে তেমনি দেশি সিনেমার জনপ্রিয়তা নিয়ে ধারণা পাওয়া গেছে তাদের জরিপে।
গেল বছর হলিউড-বলিউডের সব সিনেমা ছাপিয়ে শাকিব খানের তুফান ছিল শীর্ষে।
অন্যদিকে, বছরের শেষ সপ্তাহে শীর্ষে ছিলে মেহজাবীন অভিনীত প্রিয় মালতি । তার ঠিক পরের স্থানে আছে মোস্তফা সরয়ার ফারুকীর এইট ফর্টি ।
সদ্য মুক্তিপ্রাপ্ত জয়া আহসানের নকশী কাঁথার জমিন সাত নাম্বারে অবস্থান করছে।
তবে, এসব ছাপিয়ে মজার একটি তথ্য জানিয়েছে স্টার সিনেপ্লেক্স।
সিনেমা উপভোগ করতে গেলে দর্শকের অন্যতম চাওয়া থাকে পপকর্ন। প্রতিষ্ঠানটি জানায়, গত ২০ বছরে সিনেমা দেখতে দেখতে দর্শকরা খেয়েছেন প্রায় ১৫ কোটি গ্রাম পপকর্ন।
এই পরিমাণ পপকর্ন দিয়ে অলিম্পিক গেমসে ব্যবহৃত একটি সুইমিং পুলের পুরোটা ভরে ফেলা যাবে!
দুই দশকে এই মাল্টিপ্লেক্সের পর্দায় ৮০ লাখ দর্শক দেখেছে এক হাজার সিনেমা।
২০০২ সালের ১৯ ডিসেম্বর পথচলা শুরু করে স্টার সিনেপ্লেক্স। ২০২৫ সালে উত্তরা, নারায়নগঞ্জ ও বগুড়াতে নতুন আউটলেট শুরু করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।