Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

মৌসুম শেষেই রিয়াল ছাড়ছেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তি ।
কার্লো আনচেলত্তি ।
[publishpress_authors_box]

বার্সেলোনার বিপক্ষে দুটো বড় হারই কাল হলো তার। চুক্তি শেষ না হলেও এই মৌসুম শেষেই কার্লো আনচেলত্তি ছাড়ছেন রিয়াল মাদ্রিদ।

গত রবিবার লাস পালমাসকে হারিয়ে রিয়ালকে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে তুলেও আনচেলত্তি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চুক্তি শেষ হওয়ার আগেই। ২০২১ সাল থেকেই তিনি আছেন এই স্প্যানিশ অভিজাত ক্লাবের সঙ্গে। তার চুক্তি আছে ২০২৬ সাল পর্যন্ত, এরপরও ১৫ টি ট্রফি জিতে লস ব্লাঙ্কোস ইতিহাসের সেরা কোচের এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার খবর দিয়েছে স্প্যানিশ দৈনিক অনডা সেরো।

তবে এই মৌসুমে দুটো এল ক্লাসিকো হারের পর চাপ বাড়ছিল এই ইতালিয়ানের ওপর। ভরসা পাচ্ছে না সমর্থকরাও। একাদশ নির্বাচন ও অন্যান্য সিদ্ধান্ত নিয়ে তার সামলোচনা হচ্ছে চারদিকে। এমনকি আস্থা হারিয়েছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজেরও। শঙ্কা এমনই যে, চ্যাম্পিয়নস লিগের সামনের দুটো ম্যাচ জিততে না পারলে চাকরি খোয়াতে হবে ৬৫ বছর বয়সী কোচকে।

তার আগেই নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আনচেলত্তি নিজের মুখে এখনও তা প্রকাশ না করলেও অবসরে যাচ্ছেন না বলে মন্তব্য করেছেন। অন্য কোনও দলে হয়তো দেখা যাবে এই ইতিলয়ানকে।

এদিকে রিয়ালে কার্লোর যত বাজে সময় যাচ্ছে তত বেশি উচ্চারিত হচ্ছে জাভি আলোনসোর নাম। বায়ার্ন লেভারকুসেনের সফল কোচের হাতেই উঠতে পারে রিয়াল মাদ্রিদের দায়িত্ব।    

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত