ব্যবসায়ীদের দাবির মুখে এবার বিস্কুট-কেকসহ সব বেকারি পণ্যের ওপর থেকে ভ্যাট অর্ধেক বা সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনল সরকার। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে গত ৯ জানুয়ারি সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক (সাপ্লিমেন্টারি ডিউটি) বাড়িয়েছিল।
এ সিদ্ধান্তে ক্ষুব্ধ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভ্যাট কমানোর দাবি জানান। সমালোচনা আসে খোদ অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও জাতীয় নাগরিক কমিটির কাছ থেকেও।
গত ৯ জানুয়ারি বিস্কুট-কেকসহ সব ধরনের বেকারি পণ্যের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। ব্যবসায়ীদের দাবির মুখে বৃহস্পতিবার তা ৭ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
এর আগে আন্দোলনের মুখে গত ১৬ জানুয়ারি রেস্তোরাঁ সেবার ওপর থেকে ভ্যাট ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। এরপর ২২ জানুয়ারি আরেক পরিপত্র জারি করে এলপি গ্যাসসহ আরও ১০টি পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমায় এনবিআর।
তারই ধারাবাহিকতায় এবার বিস্কুট ও কেকসহ বেকারি পণ্যের ওপর ভ্যাট অর্ধেকে নামিয়ে আনল।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট সামাল দিতে ২০২৩ সালের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি (৪ দশমিক ৭ বিলিয়ন) ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। সেজন্য অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের শর্ত বাংলাদেশকে বাস্তবায়ন করতে হচ্ছে।
রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে সরকার।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জোগান দেওয়ার জন্য ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে এনবিআরের। এরমধ্যে গত ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ২ লাখ ১৪ হাজার কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৭৬ কোটি টাকা।
অর্থাৎ প্রথম ছয় মাসে রাজস্ব আহরণ প্রায় ২৭ শতাংশ পিছিয়ে রয়েছে।