Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

রাষ্ট্রপতিকে যারা সরাতে চায় না তাদেরও বিচার হবে, জামায়াতের হুঁশিয়ারি     

নোয়াখালী জেলা জজ আদালত সড়কে সোমবার রাতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার।
নোয়াখালী জেলা জজ আদালত সড়কে সোমবার রাতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার।
[publishpress_authors_box]

রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে- একথা যারা বলছেন তারা মূলত নিজেদের এজেন্ডা বাস্তবায়নের স্বার্থেই তাকে ক্ষমতায় রাখতে চাইছে, মন্তব্য নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকারের।

তিনি হুঁশিয়ার করে বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের রক্ষাকারীদের এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তাদেরও বিচারের আওতায় আনা হবে।

নোয়াখালী জেলা জজ আদালত সড়কে সোমবার রাতে ‘পল্টন ট্র্যাজেডি’ স্মরণে আয়োজিত স্মৃতিচারণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার এ হুঁশিয়ারি দেন।

রাষ্ট্রপতির অপসারণ নিয়ে তিনি বলেন, “মো. সাহাবুদ্দিনকে ছাত্র-জনতার দাবির মুখে সরে যেতে হবে। কেউ কেউ বলছে, সংবিধান নাকি লঙ্ঘন হয়ে যাবে।

“সংবিধান লঙ্ঘনের কথা বলে তারা স্বৈরাচারের দোসরকে ক্ষমতায় রাখতে চায় নিজেদের কোনও এজেন্ডা বাস্তবায়নের জন্য। এটা হতে দেওয়া হবে না।”

জেলা জামায়াতের আমির বলেন, “টেন্ডারবাজ, চাঁদাবাজ, হেলমেট বাহিনী, সন্ত্রাসী, গুণ্ডা বাহিনী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। দুর্ভাগ্য, আমাদের কোনও কোনও নেতানেত্রী ছাত্রলীগের জন্য মায়াকান্না শুরু করে দিয়েছেন।

“তাদেরও বিচার হবে বাংলার বুকে। সব সন্ত্রাসী ও তাদের পক্ষের সব স্বৈরাচারের বিচার বাংলার মাটিতে হবে।”

জামায়াতের নেতাকর্মীদের শহীদ করে যারা ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছে তারা ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আইয়ুব খান, শেখ মুজিব, শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করে পার পায় নাই। ভবিষ্যতেও কেউ পার পাবে না।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, “শহীদের রক্তের বিনিময়ে এ দেশে দ্বীনের পতাকাকে বিজয়ী করতে আমাদের সর্বশক্তি নিয়োজিত করতে হবে। দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শহীদের রক্তের বদলা নেওয়া হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত