সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের তিন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন- সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজা-উল হক ও এ কে এম জহিরুল হক। তাদের পদত্যাগের বিষয়ে মঙ্গলবার আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই তিন বিচারপতি বাংলাদেশের সংবিধানের ৯৬(৪) অনুচ্ছেদমতে রাষ্ট্রপতির উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রে পদত্যাগ করেছেন।
সেখানে বলা হয়েছে, রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
তিন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজা-উল হক ও জহিরুল হকের বিরুদ্ধে অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে ২০১৯ সাল থেকে তাদের বিচারকাজ থেকে বিরত রাখা হয়।
সাবেক বিচারপতি এ টি এম মাসুদের মেয়ে সালমা মাসুদ চৌধুরী ১৯৮১ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। ১৯৮৩ সালে হাই কোর্ট এবং ১৯৯৬ সালে আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন তিনি।
২০০২ সালের ২৯ জুলাই হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান সালমা মাসুদ। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। ৬৭ বছর পূর্ণ হলে আগামী ১৩ ডিসেম্বর তার অবসরে যাওয়া কথা ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রিধারী কাজী রেজা-উল হক ১৯৮৫ সালে জেলা জজ আদালতের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৮৯ সালে তিনি হাই কোর্টে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন।
২০১০ সালের ১৮ এপ্রিল তিনি হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান। তার দুই বছর পর স্থায়ী হন।২০২৫ সালের ২৮ নভেম্বর তার অবসরে যাওয়ার কথা ছিল।
জহিরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৯৫ সালে জেলা জজ আদালতে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। ১৯৯৯ সালে হাই কোর্ট এবং ২০১৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন তিনি।
তিনি ২০১৯ সালের ২১ অক্টোবর হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান। এরই মধ্যে অনিয়মের অভিযোগ ওঠায় তাকে আর স্থায়ী করা হয়নি। আরও ১৪ বছর পর অর্থাৎ ২০৩৭ সালে অবসরে যাওয়ার কথা ছিল।