Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সোনারগাঁয়ে পুড়ল ফ্রেস টিস্যু পেপারের গুদাম

সোমবার ভোরে সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় ফ্রেস টিস্যু পেপারের গুদামে আগুন লাগে।
সোমবার ভোরে সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় ফ্রেস টিস্যু পেপারের গুদামে আগুন লাগে।
[publishpress_authors_box]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আগুন লেগে পুড়ে গেছে টিস্যু পেপারের একটি গুদাম।

সোমবার ভোরে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় অবস্থিত ফ্রেস টিস্যু পেপারের গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ভোর ৫টা ১০ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের সদস্যরা ৫টা ২৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নিয়ন্ত্রণ কক্ষ আরও জানায়, আগুন ছড়িয়ে পড়ায় সোনারগাঁয়ের পাশাপাশি একে একে গজারিয়া ও গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ছয়টি এবং বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ছয়টি ইউনিট অগ্নিনির্বাপণী কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টা পর সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানানো হয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে।

তবে কীভাবে আগুন লেগেছে এবং কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত