গত বুধবার বিকাল থেকে শুরু হয় তাদের অনশন কর্মসূচি। ছবি : হারুন অর রশীদশুরুতে তিতুমীর কলেজের ৫ শিক্ষার্থী অনশনে যোগ দিলেও রবিবার তা বেড়ে দাঁড়ায় প্রায় ২৫ জনে। ছবি : হারুন অর রশীদ আমরণ অনশনের সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : হারুন অর রশীদআন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন তারা। ছবি : হারুন অর রশীদকর্মসূচি সফল করতে রবিবারও তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাখালী থেকে গুলশান ১-এ যাওয়ার বীর উত্তম এ কে খন্দকার সড়কের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি : হারুন অর রশীদ