পাঁচ ঘণ্টা পর অবরোধ ছাড়ল ঢাকার তিতুমীর কলেজের শিক্ষার্থীরা; মহাখালী দিয়ে যান চলাচল আবার শুরু হলো, কাটল ট্রেন চলাচলের বাধাও।
পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোমবার সকাল ১১টায় মহাখালীর আমতলীতে অবস্থান নেয় তিতুমীর কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। তাতে মহাখালী হয়ে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেলে রাজধানীর একাংশের সড়ক অচল হয়ে পড়ে।
শিক্ষার্থীরা মহাখালীর রেলগেইটে অবরোধ করলেও নারায়ণগঞ্জ ও পদ্মা বাদে রাজধানীর সঙ্গে বাকি সারাদেশের ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়ে।
বিকাল ৪টার দিকে সেনা ও পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা মহাখালীর অবরোধ ছাড়লে ট্রেন ও গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। তবে কলেজ ক্যাম্পাসে ফিরে তারা মহাখালী-গুলশান সড়কের সামনে অবস্থান নিয়েছে। সে কারণে ওই সড়কে সন্ধ্যার পরও গাড়ি চলাচল বন্ধ ছিল।
একদিন আগেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দাবি আদায়ে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান রেখেছিলেন। তা উপেক্ষা করেই তিতুমীরের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করল।
আওয়ামী লীগ শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি তুলেছে।
এই দাবিতে কয়েকদিন বিক্ষোভের পর সোমবার ‘ব্লকেড’ এর ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা। সে অনুযায়ী সকাল ১১টার দিকে মহাখালীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা সড়কে নামে।
প্রথমে আমতলী মোড় অবরোধ করে তারা। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তেজগাঁও, গুলশান, বনানী থেকে মহাখালীর দিকে গাড়ি আসা বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা এক পর্যায়ে ফ্লাইওভারে উঠে গেলে মহাখালী ফ্লাইওভারেও চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে ফার্মগেইট থেকে আসা গাড়িগুলো মহাখালীর আগেই আটকে যায়। অনেক বাস যাত্রীদের নামিয়ে দেয়। ফলে বহু যাত্রীকে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।
সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে ট্রেন চলাচলও বন্ধ করে দেয়।
অবরোধের মধ্যেই নোয়াখালী থেকে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী রেলক্রসিং অতিক্রম করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি গতি না কমিয়ে চলতে থাকলে শিক্ষার্থীরা ট্রেনটি লক্ষ্য করে ঢিল ছোড়েন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়, কয়েকজনের আহত হওয়ারও খবর পাওয়া যায়। পরে গতি কিছুটা কমিয়ে চলে যায় ট্রেনটি।
তবে এরপর কমলাপুর থেকে আর কোনও ট্রেন আসেনি, বিমানবন্দর স্টেশনের দিক থেকে কোনও ট্রেন কমলাপুরের দিকেও যায়নি।
বিকাল ৪টায় অবরোধ উঠলেও ততক্ষণে অনেকগুলো ট্রেনের যাত্রায় বিলম্বিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজসহ ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকে কলেজগুলোর সব একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই চলছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ নানা অসুবিধা ও বৈষম্যের শিকার বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিভিন্ন সময়ে তারা বিক্ষোভেও নেমেছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমে নিজেদের জন্য বিশ্ববিদ্যালয়ের দাবি তোলে এই সাত কলেজের শিক্ষার্থীরা। তার ধারাবাহিকতায় এখন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এখন তাদের কলেজকেই বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি তুলেছে।