‘মিশন ইম্পসিবল’ খ্যাত হলিউড অভিনেতা টম ক্রুজ মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন।
ব্লকবাস্টার ‘টপ গান’ সিনেমার কারণে তাকে এই সম্মাননা দেওয়া হয়। কারণ ছবিটির বিশাল জনপ্রিয়তা শুধুমাত্র বক্স অফিসের রেকর্ডই ভাঙেনি, বরং সামরিক বাহিনীতেও তরুণদের যোগদানের হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছিল। সিনেমাটি ১৯৮৬ সালে মুক্তি পায়।
টম ক্রুজকে মঙ্গলবার সারের চার্টসি-তে অবস্থিত লংক্রস ফিল্ম স্টুডিওতে এই সম্মাননা দেওয়া হয়।
৬২ বছর বয়সী এই অভিনেতা এই স্বীকৃতির জন্য ইউএস নেভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “যে কোন ক্ষেত্রেই নিবেদনের স্বীকৃতি সম্মানের।”
এই সম্মাননা তিনি গ্রহণ করেন মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টোরো কাছ থেকে। ডেল টোরো আমেরিকার তরুণদের ওপর টম ক্রুজের ইতিবাচক প্রভাবের প্রশংসা করেন।
‘টপ গান’ সিনেমায় টম ক্রুজ অভিনীত পাইলট ম্যাভেরিক চরিত্রটি এতটাই প্রভাবশালী ছিল যে, নৌবাহিনীর সিনেমা হলগুলোতে নিয়োগ কেন্দ্র স্থাপন করতে হয়েছিল।
টম ক্রুজ ২০২২ সালে ‘টপ গান: ম্যাভেরিক’-এ লেফটেন্যান্ট পিট মিচেল চরিত্রে আবারও ফিরে আসেন।
নৌবাহিনী সংশ্লিষ্টদের মতে, সিক্যুয়েলটি তরুণ দর্শকদের মধ্যে সামরিক বাহিনীর প্রতি পুনরায় আগ্রহ জাগিয়ে তুলেছিল।
সম্মাননা অনুষ্ঠানে মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টোরো ক্রুজের ভূয়সী প্রশংসা করে বলেন, “প্রায় চার দশক ধরে, টম ক্রুজ নৌবাহিনী এবং মেরিন কর্পসের জন্য কাজ করে যাচ্ছেন।”
এদিকে ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ২০২৫ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে।
মর্যাদাপূর্ণ এই সম্মাননাটি অস্কার বিজয়ী স্টিভেন স্পিলবার্গ এবং টম হ্যাঙ্কসকেও প্রদান করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ‘সেভিং প্রাইভেট রায়ান’-এর জন্য তারা সম্মাননা পান।