শেষ হতে চলা বছরটি নেটফ্লিক্সের জন্য ছিল স্মরণীয়। ২০২৪ সালে প্ল্যাটফর্মটি তার গল্প বলার সীমানাকে করেছে আরও বিস্তৃত। মনোমুগ্ধকর থ্রিলার থেকে হৃদয়স্পর্শী ড্রামা, কী না ছিল নেটফ্লিক্সে!
নেটফ্লিক্স অভিনয় শিল্পীদের জন্য তৈরি করেছে এমন এক মঞ্চ যেখানে তারা তাদের অভিনয় দক্ষতা এবং বহুমুখী প্রতিভা তুলে ধরতে পেরেছে নানা বৈচিত্রে। ফলে বছরজুড়েই আলোচনায় থাকতে পেরেছেন বেশ কয়েকজন অভিনেতা।
২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সিরিজ এবং সিনেমার আলোচিত তেমন কয়েকজন অভিনেতাদের সম্পর্কে জেনে নেওয়া যাক-
অমর সিং চামকিলা- দিলজিৎ দোসাঞ্জ
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অমর সিং চামকিলা একটি বায়োগ্রাফিকাল ড্রামা। পাঞ্জাবী গায়ক অমর সিং চামকিলার জীবন নিয়ে এই সিনেমা। এই সিনেমায়, অভিনেতা ও গায়ক দিলজিত দোসাঞ্জ অমর সিং চামকিলাকে পর্দায় জীবন্ত করে তুলেছেন। অমর সিং চামকিলার জীবন ছিল নানা বিতর্কে ভরা। দোসাঞ্জের অভিনয় চামকিলার না বলা সংগ্রাম দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
সিটিআরএল – অনন্যা পাণ্ডে
নেটফ্লিক্সের আলোচিত সিনেমা সিটিআরএল । এতে অনন্যা পাণ্ডের অসাধারণ পারফরম্যান্সের মধ্য দিয়ে দর্শকরা আবিষ্কার করেন নেলা আয়াস্তি নামের নির্ভীক এক চরিত্র। অনন্যা চরিত্রটিকে দিয়েছেন গভীরতা। যে চরিত্র প্রমাণ করে, বিপদের মুখেই বোঝা যায়, প্রতিটি ব্যক্তিকে যা মনে হয় আদতে সে তা নয়।
ফির আয়ি হাসিন দিলরুবা – সানি কৌশল
আবেগ এবং প্রতিশোধের জটিল জালে আটকে গিয়ে, একজন নিজেকে আবিষ্কার করে এক ত্রিভুজ প্রেমের কেন্দ্রে। সানি কৌশলের প্রাণবন্ত অভিনয় এমন একটি চরিত্রকে জীবন্ত করে তুলেছে। ফির আয়ি হাসিন দিলরুবা সিনেমাটিতে সানির অভিনয় ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতার এক জটিল দ্বন্দ্বের যাত্রা।
সেক্টর থারটি সিক্স – বিক্রান্ত ম্যাসি এবং দীপক ডোবরিয়াল
শান্ত চেহারার এক সিরিয়াল কিলার এবং এক গোয়েন্দার গল্প সেক্টর থারটি সিক্স । সিরিয়াল কিলারের চরিত্রে বিক্রান্ত ম্যাসি অত্যন্ত নিখুঁত ভাবে তার চরিত্র গড়ে তুলেছেন। অন্যদিকে গোয়েন্দার চরিত্রে বিক্রান্ত ম্যাসির সঙ্গে সমান তালে অভিনয় করেছেন দীপক দোবরিয়াল। দুই অভিনেতার মুন্সিয়ানায় চরিত্রগুলো পেয়েছে গতিশীলতা। তাদের জীবনের সেরা পারফরম্যান্স এই সেক্টর থারটি সিক্স সিনেমায়।
দো পাত্তি- কৃতি শ্যানন
ন্যায়বিচারের সন্ধানে ছুটতে থাকা এক নারীর গল্প দো পাত্তি । শৈলি এবং সৌম্যা নামের দুই জটিল জমজ চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন কৃতি শ্যানন। যাদের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। একজন তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিকার চায়, আর অন্যজন তার অতীত ক্ষতের সঙ্গে লড়াই করে। চরিত্রগুলোকে জীবন্ত করতে কৃতি শ্যানন করেছেন অবিশ্বাস্য অভিনয়।
ওয়েব সিরিজ
হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার – মণীষা কৈরালা, সোনাক্ষী সিনহা এবং অদিতি রাও হায়দারি
মণীষা কৈরালা, সোনাক্ষী সিনহা আর অদিতি রাও হায়দারি, এই তিন অভিনেত্রী জমিয়ে তুলেছিলেন হীরামান্ডি । মণীষা কৈরালা অভিনয় করেছেন মালিকজান চরিত্রে। চরিত্রটি প্রেম, বিশ্বাসঘাতকতা এবং আবেগময় গভীরতার এক অসামান্য প্রদর্শনী। সোনাক্ষীর রেহানাবো চরিত্রটি শক্তি এবং ভঙ্গুরতার অপূর্ব মিশেল। অদিতি রাও হায়দারিও দ্যুতি ছড়িয়েছেন বিবোজান চরিত্রে, সৌন্দর্য এবং চরিত্রের আবেগ, দুটোই অসামান্য। এই তিন অভিনেত্রীর দুর্দান্ত অভিনয় হীরামান্ডি কে এক মনোমুগ্ধকর, অবিস্মরণীয় অভিজ্ঞতায় রূপান্তরিত করেছে।
মামলা লিগ্যাল হ্যায় – রবি কিষাণ
মামলা লিগ্যাল হ্যায় সিরিজে রবি কিষাণের অভিনয় যেমন বুদ্ধিদীপ্ত, তেমনি রসাত্মক। তবে রসাত্মক হলেও কখনও গুরুত্ব হারায় না চরিত্রটি। তার চরিত্রটি একজন উকিলের। তীক্ষ্ণ কমেডি এবং কমেডির টাইমিং সিরিজটিকে এক উপভোগ্য যাত্রায় পরিণত করেছে।
ত্রিভুবন মিশ্রা সিএ টপার – মানব কৌল
ত্রিভুবন মিশ্রার চরিত্রে মানব কৌল অভিনয় করেছেন দারুণ দক্ষতায়। যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। যার পেশাগত জীবনের আড়ালে লুকিয়ে আছে আরেকটি বিপজ্জনক চরিত্র। তার সম্মানজনক মুখোশ এবং গোপন প্রশ্নবিদ্ধ জীবনের মধ্যে যে টানাপোড়েন, তা মানব কৌল নিখুঁতভাবে তুলে ধরেছেন।
কোটা ফ্যাক্টরি – জিতেন্দ্র কুমার
জিতেন্দ্র কুমার তার স্বভাবজাত আন্তরিকতায় প্রাণবন্ত করে তুলেছেন জিতু ভাইয়া চরিত্রটি। তিনি এমন এক শিক্ষককে চিত্রিত করেছেন যিনি শিক্ষার্থীদের স্বপ্ন এবং ভয় উভয়ের মাঝে দিয়ে পথ দেখান। তার অভিনয় শিক্ষার্থীদের জন্য কেবল আশার আলোই নয় বরং গভীর প্রজ্ঞাকেও তুলে ধরে।
আইসি এইট ওয়ান ফোর: দ্য কান্দাহার হাইজ্যাক – বিজয় ভারমা, নাসিরুদ্দিন শাহ এবং পঙ্কজ কাপুর
আইসি এইট ওয়ান ফোর: দ্য কান্দাহার হাইজ্যাক সিরিজটি কেবলমাত্র এর গল্পের জন্যই নয়, বরং বিজয় ভারমা, নাসিরুদ্দিন শাহ এবং পঙ্কজ কাপুরের শক্তিশালী অভিনয়ের জন্যও বিশেষভাবে উল্লেখযোগ্য। বিজয় ভারমা ক্যাপ্টেন দেবী শরণ-এর চরিত্রে চমকপ্রদ অভিনয় করেছেন। বিমান হাইজ্যাকিং সময় তার অভিনয় দারুণ ভারসাম্যপূর্ণ ছিল। অন্যদিকে নাসিরুদ্দিন শাহ এবং পঙ্কজ কাপুর তাঁদের চরিত্রগুলোতে অসাধারণ গভীরতায় তুলে ধরেছেন। এই তিন অভিনয়শিল্পীর অভিনয় দক্ষতা পুরো সিরিজটিকে আকর্ষণীয় করে তুলেছে।