Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’-এর এক ঝলকে মুগ্ধ বলিউড প্রেমীরা

Sky Force feature
[publishpress_authors_box]

মুক্তি পেলো অক্ষয় কুমার অভিনীত সিনেমা স্কাই ফোর্স-এর ট্রেইলার। ট্রেইলারে দেখা গেছে নীল আকাশে যুদ্ধ বিমান নিয়ে দুর্দান্ত কিছু অ্যাকশন শট। দেশপ্রেম এবং অ্যাকশনের মিশেল এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে এই বছর।

স্কাই ফোর্স নির্মিত হয়েছে ভারতের সামরিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়কে কেন্দ্র করে। এতে দেখানো হয়েছে ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বিমান যুদ্ধের গল্প। যার সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানের নাম।

ট্রেইলারে দেখানো হয়েছে এক তীব্র আকাশযুদ্ধ। স্কাই ফোর্স এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। পর্দায় তার সপ্রভিত উপস্থিতির সঙ্গে অভিজ্ঞতা এবং অভিনয় দক্ষতার এক দুর্দান্ত সমন্বয় ঘটেছে। ট্রেইলারের পুরোটা সময় সব আলো যেন নিজের করে নিয়েছেন অক্ষয়।

অভিনেতা বীর পাহাড়িয়ার অভিষেক ঘটেছে এই সিনেমার মধ্য দিয়ে। নিমরাত কৌর এবং সারা আলি খানও অভিনয় করেছেন এই সিনেমায়।

জিও স্টুডিওস এবং ম্যাডক ফিল্মস প্রযোজিত স্কাই ফোর্স ভারতের সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধাদের সম্মানে নিবেদিত বলে জানানো হয়েছে। ম্যাডক ফিল্মস-এর প্রতিষ্ঠাতা দিনেশ ভাইজান এ বিষয়ে বলেন, “এটি আমাদের জাতির ইতিহাসের এক অজানা অধ্যায়ের গল্প।”

স্কাই ফোর্স নির্মাণ করেছেন যৌথভাবে সন্দীপ কেওলানি এবং অভিষেক কাপুর। তবে ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটি কতটা মূল ঘটনার গভীরে যেতে পারবে, তা নিয়ে বোদ্ধাদের মনে সংশয় রয়ে গেছে।

সিনেমাটি ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত