Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

ট্রেনের টিকেট কালোবাজারি, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১

ফাইল ছবি
ফাইল ছবি
[publishpress_authors_box]

বিশেষ অভিযানে জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে ট্রেনের টিকেট কালোবাজারিতে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রেলওয়ে পুলিশ বলছে, গ্রেপ্তার মো. মেহেদী হাসান (২২) একজন চিহ্নিত টিকেট কালোবাজারি।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে বিভিন্ন তারিখের তিস্তা ও ব্রহ্মপুত্র আন্তঃনগর ট্রেনের ১৮টি আসনের ৭টি টিকেট, কালোবাজারিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও টিকেট বিক্রির ৫০০ টাকা জব্দ করা হয়।

রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, মেহেদী তার আত্মীয়-স্বজনের নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তাদের নামে আইডি খুলে তাদের দিয়েই অনলাইনে টিকেট কাটাতেন। পরে সেসব টিকেট সংগ্রহ করে চড়া দামে কালোবাজারে বিক্রি করতেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত