Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

ss-ever-care-hospital-2024
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ঢাকার এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয় বলে সকাল সন্ধ্যাকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, কেবিনটিতে সিসিইউয়ের সব ধরনের সুবিধা রাখা হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শে বিকেল ৪টা ৩০মিনিটে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে নেওয়া হয়েছে।”

এর আগে রবিবার সন্ধ্যায় খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

পেসমেকার একটি কৃত্রিম যন্ত্র, যা দেহে স্থাপনের মাধ্যমে হৃদযন্ত্রের কার্যকারিতা ঠিক রাখা হয়।

গত ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের পরামর্শে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদযন্ত্রের জটিলতা ছাড়াও ডায়াবেটিস, আর্থারাইটিস, ফুসফুস, লিভার, কিডনি সংক্রান্ত বিভিন্ন রোগে ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রী সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে ঢাকার গুলশানে বাসায় ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত