বন্যায় ভারতের ত্রিপুরা রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
রাজ্যের মুখমন্ত্রী মানিক সাহা জানান, মন্ত্রিপরিষদ সচিব বি সি জোশির নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় দল বুধবার রাজ্যে পৌঁছাবে বন্যার ক্ষতি মূল্যায়ন করার জন্য।
ত্রিপুরার রাজস্ব বিভাগের সচিব বিরজেশ পান্ডে এক সংবাদ সম্মেলনে জানান, বন্যায় বাড়ি ভেসে যাওয়ায় ৭২ হাজার মানুষ এখনও ৪৯২টি ত্রাণ শিবিরে অবস্থান করছে।
তিনি জানান, রাজ্যের বন্যাকবলিত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলা। এই দুটি জেলার বেশিরভাগ এলাকাসহ বন্যা কবলিত এলাকাগুলোতে এনডিআরএফ ও এসডিআরএফের টিম ত্রাণ তৎপরতায় নিযুক্ত রয়েছে।
রিবজেশ পান্ডে জানান, “১৯ থেকে ২৩ আগস্টের বিধ্বংসী বন্যায় এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন নিখোঁজ রয়েছে,” তিনি বলেন।
মুখ্যমন্ত্রী মানিক সাহা বন্যা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার একটি বৈঠক করেছেন।
পরে তিনি বলেন, “কেন্দ্র থেকে আসা দলের সামনে বিধ্বংসী বন্যার সত্যিকারের ক্ষয়ক্ষতির চিত্র উপস্থাপনের প্রচেষ্টা থাকতে হবে। বন্যায় ১৫ হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত মূল্যায়নের পর এই অঙ্ক বাড়তে পারে।”
মানিক সাহা স্বাস্থ্য, সড়ক, খাবার পানি, কৃষি, বিদ্যুৎ ও সেচের মতো খাতে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরার প্রয়োজনীয়তার ওপরেও জোর দেন।