Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় যাত্রার শুরু

ওয়াশিংটনের ক্যাপিটল রাাউটেন্ডা হলে সোমবার দ্বিতীয় বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনের ক্যাপিটল রাাউটেন্ডা হলে সোমবার দ্বিতীয় বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।
[publishpress_authors_box]

বিতর্ক আর সমালোচনার মধ্যে চার বছর পার করার পর চার বছর আগে হোয়াইট হাউজ থেকে ডোনাল্ড ট্রাম্পের বিদায় পর্বটি ছিল অস্বাভাবিকভাবে অন্য রকম। ভোটের ফল মেনে না নিয়ে ক্যাপিটল ভবনে হামলায় সমর্থকদের প্ররোচিত করে ‘গণতন্ত্রের শত্রু’ তকমা নিয়ে তাকে ছাড়তে হয়েছিল প্রেসিডেন্টের দায়িত্ব।

তখন কেউ কি ভাবতে পেরেছিল যে চার বছর পর ওয়াশিংটন ডিসির সেই পার্লামেন্ট ভবন ক্যাপিটলেই ট্রাম্পের রাজসিক প্রত্যাবর্তন ঘটবে? একবার নয়, দুই বার অভিশংসিত হওয়ার নজির তো গড়েইছিলেন, তারপর একের পর এক কেলেঙ্কারি, মামলায় আদালতের রায়ে দোষি সাব্যস্ত হয়ে ফেরার পথটি বন্ধুরই করে তুলেছিলেন ট্রাম্প।

তার মধ্যেই ভোটের প্রচারে নেমেছিলেন রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে। প্রচার আবার ছাপিয়ে গিয়েছিল দু-দুবার মৃত্যুর ঝুঁকিতে পড়া। নভেম্বরের ভোটের আগে গত বছরের ১৩ জুলাই পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় গুলিবর্ষণের শিকারও হতে হয় তাকে।

কান ফুটো করে গুলি বেরিয়ে যাওয়ার পর রক্তাক্ত ট্রাম্প তার সোশাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিলেন- ‘ফাইট, ফাইট ফাইট’। ৭৮ বছর পেরিয়ে আসা ট্রাম্প সেই ‘ফাইট’ চালিয়ে গেছেন শেষ অবধি; তার ফল হিসাবে ভোটে জিতে এসে সোমবার আবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন তিনি, যা টিভির পর্দা ও অনলাইনে দেখল সারা বিশ্ব।

পার্থক্য শুধু এটুকু যে ২০১৭ সালে ক্যাপিটল ভবনের পশ্চিম প্রাঙ্গণে প্রথা অনুযায়ী খোলা লনে শপথ নিয়েছিলেন ট্রাম্প। কিন্তু এবার বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি সরিয়ে নেওয়া হয় এই কমপ্লেক্সের প্রাণকেন্দ্র ক্যাপিটল রাউটেন্ডা হলে। শীতল আবহাওয়ার কারণে সর্বশেষ ১৯৮৫ সালে রোনাল্ড রেগানের দ্বিতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে এভাবে বন্ধ ঘরে করতে হয়েছিল।

দ্বিতীয় বার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে ক্যাপিটল ভবনের রাউটেন্ডা হলে ঢোকার পথে ডোনাল্ড ট্রাম্প।
দ্বিতীয় বার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে ক্যাপিটল ভবনের রাউটেন্ডা হলে ঢোকার পথে ডোনাল্ড ট্রাম্প।

এবার শপথ নেওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্টের রেকর্ডটি গড়লেন ট্রাম্প। শুধু তাই নয়, একবার হারের পর পরে আবার প্রেসিডেন্টের দায়িত্বে ফেরার ঘটনাও যুক্তরাষ্ট্রবাসী দেখল ঊনবিংশ শতকের পর এই প্রথমবার। শুধু তাই নয়, আগের চেয়ে বেশি শক্তিমান হয়েই প্রেসিডেন্টের চেয়ারে ফিরলেন ট্রাম্প।

মবার শপথ নিয়েই ট্রাম্প বলেছেন, আমেরিকার সোনালি যুগের সূচনা হলো। যুক্তরাষ্ট্রকে পতনের হাত থেকে রক্ষা করবেন তিনি এবং তা অতি দ্রুতই করবেন।

দুবার প্রাণে বেঁচে যাওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, স্রষ্টা তাকে দিয়ে আমেরিকাকে আবার মহান করতে চাইছেন বলেই তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন।

মূল্যস্ফীতি কমিয়ে জনগণকে স্বস্বিত দেওয়ার পাশাপাশি বাণিজ্য নীতি খোল নলচে বদলে দেওয়ার ঘোষণাও অভিষেক ভাষণে দেন তিনি।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শপথ নেন পরিবারের সদস্যদের পাশে রেখে।

এবার ইলেকটোরাল ভোটের পাশাপাশি পপুলার ভোটেও এগিয়েছিলেন ট্রাম্প। সেনেট ও প্রতিনিধি পরিষদেও এখন তার দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে তো সরকারি পদ দিয়েছেনই, পাশাপাশি অন্য সব টেক জায়ান্টদের পাশাপাশি ধনকুবেরদের এনেছেন পাশে। সব মিলিয়ে ট্রাম্পের আশপাশে ধনীদের চাঁদের হাট বসলেও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা করে গেছেন, এবার অলিগার্কদের হাতে যাবে যুক্তরাষ্ট্রবাসীর ভাগ্য।

‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান নিয়ে শীতল এক দিনে হোয়াইট হাউজে ফেরা ট্রাম্প শপথ নেওয়ার প্রথম দিনেই নির্বাহী আদেশের ফাইল সই করার ঝড় বইয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনে ‘ওবামাকেয়ার’ বাতিলের একচিট আদেশেই কেবল সই করেছিলেন তিনি। সেখানে এবার ১০টিরও বেশি আদেশে সই করার কথা বলেই রেখেছেন।

মূল্যস্ফীিতর চাপে জেরবার যুক্তরাষ্ট্রের নাগরিকরা ডেমোক্রেটদের বদলে ধনকুবের ব্যবসায়ী ট্রাম্পকে আনার ক্ষেত্রে বিশ্বের নানা প্রান্তে তার যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতিতেও মজেছিল। তার শপখ নেওয়ার ঠিক আগেই ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি কার্যকর করার মধ্যদিয়ে ট্রাম্প তাদের সেই আশার পালে হাওয়া দিলেন। তবে আরও কাজে তাকে দিতে হবে প্রতিশ্রুতি রক্ষার প্রমাণ।

শপথের আয়োজন

প্রচণ্ড শীতের মধ্যে ট্রাম্পের অভিষেকের উষ্ণ আয়োজনটি হয় ওয়াশিংটন ডিসির পার্লামেন্ট কমপ্লেক্স ক্যাপিটলের মধ্যস্থলের রাউটেন্ডা হলে।

সোমবার দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরাসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতির মধ্যে এই শপথ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে আগে শপথ নেন নতুন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। তিনি শপথ বাক্য পাঠ করার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে শপথ পড়ান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস।

কালো কোট, মেরুন রঙের টাই পরে দুটি বাইবেলে বাম হাত রেখে শপথ বাক্য পড়েন ট্রাম্প। এই বাইবেল দুটির একটি যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের, আরেকটি তার নিজের।

দুটি বাইবেলে হাত রেখে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।

বাইবেল দুটি দু’হাতে ধরেছিলেন তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কালো ওভার কোট পরা মেলানিয়ার মাথায় ছিল কালো রঙের হ্যাট।

এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডাব্লিও বুশ, বারাক ওবামা। ক্লিনটনের সঙ্গে তার স্ত্রী হিলারি ক্লিনটনও ছিলেন অনুষ্ঠানে, ২০১৬ সালের নির্বাচনে যাকে হারিয়ে প্রথম বার প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন, জর্জ বুশ ও লরা ‍বুশ।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ছিলেন অনুষ্ঠানে। ২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে হেরেই হোয়াইট হাউজ ছাড়তে হয়েছিল ট্রাম্পকে, আর গত নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়েই প্রত্যাবর্তন করলেন তিনি।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, স্পেসএক্সর কর্ণধার ইলন মাস্ক, ফেইসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস ছিলেন অনুষ্ঠানে।

শপথের দিন সকালেই ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া পরিবারের অন্য সদস্যদের নিয়ে সেন্ট জন গির্জায় যান প্রার্থনা করতে। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্সও ছিলেন সেখানে।

ট্রাম্প ও মেলানিয়া প্রার্থনা সেরে যান হোয়াইট হাউজে, বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে।

ট্রাম্পের শপথের মধ্য দিয়ে বিদায় নিলেন জো বাইডেন ও কমলা হ্যারিস।

এরপর ট্রাম্প যান ক্যাপিটল ভবনে শপথ নিতে। শপথ নেওয়ার পরপরই তিনি অভিষেক ভাষণ দেন। তারপর কংগ্রেসের দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি।

ক্যাপিটল ভবন থেকে ট্রাম্প যাবেন ক্যাপিটল ওয়ান এরেনায়; এবার বদ্ধ ঘরে শপথ অনুষ্ঠান হওয়ায় সবার তা দেখার জন্য ইনডোর স্টেডিয়ামটিতে ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ভাষণ দেওয়ার পর প্যারেড নিয়ে ট্রাম্পর যাবেন হোয়াইট হাউজে, সেখানে ওভাল অফিসে প্রথম দিনেই তিনি নির্বাহী আদেশে স্বাক্ষরের ঝড় বইয়ে দেবেন বলে আগেই জানিয়েছেন।

সেবার আর এবারে বড় ফারাক

ভোটে একবার হেরে পরের বার আবার জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন গত শতকে গ্রোভার ক্লিভল্যান্ড। ট্রাম্প ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেও সেই সময় আর এই সময় যে এক নয়, তা বলছেন ইউনিভার্সিটি অব টেক্সাসের ইতিহাসবেত্তা জেরেমি সুরি।

তিনি রয়টার্সকে বলেন, সেই সময় আর এই সময়ের বিস্তর ফারাক মৌলিকভাবেই। অর্থনীতি পুরোপুরিই অন্যরকম, সমাজ পুরোপুরি বদলে গেছে। জাতি, বর্ণ কিংবা লৈঙ্গিক বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গীর ক্ষেত্রে মৌলিক পরিবর্তন ঘটেছে।

“আমরা এখন এই দেশে এমন এক সময়ে আছি, যখন এসবের মানে দাঁড় করাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমরা এখন অস্তিত্ব খোঁজার এক অদ্ভুত সময়ে।”

আর এই সময়েই ট্রাম্প এলেন ক্ষমতায়; যিনি অভিষেক ভাষণেই বলেছেন, লাখ লাখ বাজে ও অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়াবেন তিনি। তিনি বলেছেন, তার সরকার মানুষের লিঙ্গভেদ করবে দুভাবে-  নারী আর পুরুষ, অন্য কিছু নয়। ২০১৬ সালের নির্বাচনে যখন ট্রাম্প জিতেছিলেন, তখন হারলেও বেশি ভোট পেয়েছিলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি। এবার একই দলের প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে ২০ লাখ ভোট বেশি পেয়েছেন ট্রাম্প। জনপ্রিয়তার সঙ্গে কংগ্রেসের উভয় কক্ষে নিজ দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সিদ্ধন্ত পাস করিয়ে নিতে ট্রাম্পের খুব একটা বেগ পাওয়ার কথা নয়।

দায়িত্ব নেওয়ার আগেই চীন, কানাডাসহ বিভিন্ন দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন ন্যাটোর পেছনে আর অর্থ ঢালতে রাজি নন তিনি। তার ঘোষণা দেখেই ইউরোপের দেশগুলো তাদের রাজনীতি, বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন ঘটার আঁচ পাচ্ছিল।

অভিষেক ভাষণেও তেমন কথাই বলেছেন ট্রাম্প। অপ্রয়োজনে সামরিক অর্থ ব্যয় কমিয়ে যুক্তরাষ্ট্রকে আরও ধনী করার কথা বলেছেন তিনি।

গত নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প বলেছিলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা বা দখলের ইচ্ছে তার আছে। অভিষেক ভাষণে তিনি বলেছেন পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার কথা।

যুক্তরাষ্ট্রকে আবার বিশ্বের নিয়ন্ত্রকের স্থানে বসানোর ইচ্ছা প্রকাশ করে ট্রাম্প বলেছেন, “ভবিষ্যৎ আমাদের। আমাদের সোনালি যুগের সূচনা হলো মাত্র।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত