দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে চনমনে ডোনাল্ড ট্রাম্পকে হার মানতে হচ্ছে শীতল আবহাওয়ার কাছে।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে সোমবার তার শপথ অনুষ্ঠানটি ক্যাপিটল ভবনের সামনে খোলা ময়দানেই হওয়ার কথা ছিল।
কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এখন তা বদ্ধ ঘরে হবে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে খবর এসেছে।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে শপথ নিতে যাওয়া ট্রাম্প নিজেও সোশাল মিডিয়ায় লিখেছেন, ক্যাপিটল রাউটেন্ডা ভবনের ভেতরে অনুষ্ঠানে তিনি শপথ নেবেন। আমন্ত্রিত অতিথিরাও সেখানে থাকবেন, প্রার্থনা ও বক্তৃতা পর্বও সেখানেই হবে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজ লিখেছে, এর মানে হচ্ছে যে আড়াই লাখ মানুষ শপথ অনুষ্ঠান দেখার জন্য টিকেট কেটেছিলেন, তাদের সবার পক্ষে এখন এই অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ ঘটবে না।
তবে ওয়াশিংটনের ইনডোর স্টেডিয়াম ক্যাপিটল ওয়ান এরেনায় বড় পর্দায় অভিষেক অনুষ্ঠান সরাসরি দেখা যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২০ হাজার মানুষ।
বদ্ধ ঘরে প্রেসিডেন্টকে শপথ নিতে যুক্তরাষ্ট্রবাসী সর্বশেষ দেখেছিল ১৯৮৫ সালে। সেবার রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগান দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর শপথ নিয়েছিলেন।
সেবার ওয়াশিংটনের তাপমাত্রা নেমেছিল হিমাঙ্কের নিচে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। ট্রাম্পের শপথের দিন সোমবার দুপুরে তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি হতে পারে বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস আভাস দিয়েছে।
২০০৯ সালে ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রথম মেয়াদে শপথ নেওয়ার দিন তাপমাত্রা ছিল মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যেই শপথ অনুষ্ঠান খোলা ময়দানেই হয়েছিল।
শপথ অনুষ্ঠান বদ্ধ ঘরে সরিয়ে নেওয়ার বিষয়ে ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, আবহাওয়ার পূর্বাভাস দেখে তার মনে হচ্ছে, এর মধ্যে অনুষ্ঠান দেখতে এসে মানুষ কষ্টে পড়বে, অসুস্থ হতে পারে। তা তিনি চান না।
তারপরও যারা আসবেন, তাদের গরম কাপড় মুড়িয়ে আসার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।
তিনি জানিয়েছেন, শপথ অনুষ্ঠানটি বরাবরের মতোই থাকছে। ক্যাপিটল ভবন থেকে হোয়াইট হাউজ পর্যন্ত বিজয় শোভাযাত্রাও থাকবে।
অনুষ্ঠানের সাফল্য কামনা করে ট্রাম্প লিখেছেন, “আশা করি, সবাই নিরাপদে থাকবেন, সবাই সুখী হবেন এবং আমরা সবাই মিলে আবার আমেরিকাকে মহান করে তুলব।”
এর আগে অভিষেক অনুষ্ঠানের আয়োজক যৌথ কংগ্রেস কমিটির মুখপাত্র এক বিবৃতিতে বলেছিলেন, শপথ অনুষ্ঠানটি ক্যাপিটল প্রাঙ্গণ থেকে রাউটেন্ডা হলে সরিয়ে নিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ জানানো হয়।
সেই অনুরোধে ট্রাম্প সাড়া দেওয়ায় এখন তিনি এবং নতুন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স ক্যাপিটল ভবনের প্রাণকেন্দ্র রাউটেন্ডা হলে শপথ নেবেন।
৭৯ বছর বয়সী ট্রাম্প ক্যাপিটল ওয়ান এরেনা থেকে প্রেসিডেন্ট প্যারেডে যোগ দেবেন বলেও আশা করা হচ্ছে।
ট্রাম্প নিজেকে যত সক্ষমই দাবি করেন না কেন, তার বয়স বড় উদ্বেগের কারণ হিসাবে দেখেন অনেকে।
স্কাই নিউজ লিখেছে, ১৮৪০ প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসন ঠাণ্ডার মধ্যে কোট-হ্যাট না পরে দুই ঘণ্টার ভাষণ দিয়েছিলেন। তার এক মাসের মাথায় নিউমোনিয়ায় ভুগে মাথায় মারা যান তিনি।
রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এনিয়ে দ্বিতীয় বার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে যাচ্ছেন। ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি।
এরপর ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউজ ছাড়তে হয়েছিল তাকে।
তবে রণে ভঙ্গ না দেওয়া ধনকুবের ট্রাম্প গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় রিপালিকান প্রার্থী হয়ে ফেরেন। এদফায় তিনি হারিয়ে দেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে, যিনি বাইডেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছেন।
২০১৭ সালের অভিষেক অনুষ্ঠান দেখতে সবচেয়ে বেশি মানুষ ওয়াশিংটনে ক্যাপিটল ভবন প্রাঙ্গণে জড়ো হয়েছিল বলে ট্রাম্প দাবি করেন। তবে সংবাদমাধ্যমগুলো তখন ২০০৯ সালে ওবামার অভিষেক অনুষ্ঠানের ছবির সঙ্গে তুলনা করে দেখিয়েছিল, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দর্শক ছিল কম।
সেজন্য আবার ট্রাম্প সংবাদমাধ্যমকেও তুলোধুনো করেন এই বলে যে তার শপথ অনুষ্ঠান নিয়ে মিডিয়া ‘মিথ্যাচার’ করেছে; যদিও তার পক্ষে কোনও প্রমাণ হাজির করতে পারেনি ট্রাম্পের প্রচার শিবির।