Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

২৪ ঘণ্টা পরও সন্ধান মেলেনি কর্ণফুলীতে নিখোঁজ দুই কিশোরের

নিখোঁজ দুই কিশোরের সন্ধানে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর পাড়ে স্বজনদের অপেক্ষা। ছবি : সকাল সন্ধ্যা
নিখোঁজ দুই কিশোরের সন্ধানে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর পাড়ে স্বজনদের অপেক্ষা। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের সন্ধান মেলেনি। এ ঘটনার পর পেরিয়েছে ২৪ ঘণ্টার বেশি সময়।

মঙ্গলবার দুপুরে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায় নদীতে ডুবে নিখোঁজ হয় প্রিয়ন্ত দে ও তার মামাতো ভাই শাওন দত্ত। বুধবার বিকাল পর্যন্ত তাদের খোঁজে তল্লাশি চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

নদীর পাড়ে অপেক্ষা করছিলেন প্রিয়ন্ত দে’র জ্যাঠা তাপস দে। তিনি বলেন, “চট্টগ্রামের ভাটিয়ারি যাওয়ার কথা বলে তারা ঘর থেকে বের হয়েছিল। এখানে (কাপ্তাই) যে আসবে সেটা আমাদের জানায়নি। তারা বন্ধুরা চট্টগ্রামের পাথরঘাটা থেকে এক সঙ্গে হয়ে কাপ্তাই চলে আসে। আমরা তাদের নিখোঁজের বিষয়টা সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে জানতে পারি। এরপর খোঁজখবর নেওয়া শুরু করি এবং ঘটনাস্থলে ছুটে আসি।”

 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাপ্তাই স্টেশনের কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “মঙ্গলবার থেকে এখন পর্যন্ত আমরা নিখোঁজদের সন্ধান করে যাচ্ছি। তাদের না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ডুবুরিরা ঘটনার পর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সন্ধান চালায়, কিন্তু নিখোঁজদের কোনও সন্ধান করতে পারেনি। পরে সন্ধ্যা সাতটায় অভিযান স্থগিত করে। আজ মৃতদেহ ভেসে ওঠার সম্ভাবনা থাকায় ডুবুরিরা পানিতে নামেননি।”

তবে সন্ধ্যা পর্যন্ত লাশ ভেসে ওঠার কোনও খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে ৯ জনের একটি কিশোর দল বোটে করে নদীপথে কাপ্তাই ঘুরতে আসে। একপর্যায়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় তিন বন্ধু গোসল করতে নামে। একজন নদীর পাড়ে উঠলে পারলেও প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নামে দুই কিশোর পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত