Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

দম্পতিকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ২ তরুণ রিমান্ডে

উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : সকাল সন্ধ্যা
উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঢাকার উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার দুই তরুণকে দুই দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

আসামিরা হলেন, মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। 

মঙ্গলবার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামানের আদালত পুলিশকে এই অনুমতি দেয়।

এর আগে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, প্রকাশ্যে রামদা হাতে এক নারী ও পুরুষের ওপর চড়াও কয়েক তরুণ; পুরুষ ব্যক্তিটিতে রামদা দিয়ে আঘাত করছেন একজন, তাতে তিনি পড়ে যান। কোনোমতে ওঠার পর আবার তার ওপর হামলার উপক্রম হয়। তখন তার সঙ্গের নারী সামনে এসে দাঁড়িয়ে হাত জোড় করে কাকুতি-মিনতি করেন না মারার জন্য।

সোমবার ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্যের বরাতে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক প্রথম আলোকে বলেন, “বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি। তারাও এর প্রতিবাদ জানান।

“তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।”

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমানও একই কথা বলেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত