ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারনী ম্যাচের প্রথম ভাগ খুব ভালো কাটেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। যুব এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাট করে দুইশো রান পার করা হয়নি আজিজুল হাকিম তামিমদের। বাংলাদেশ ১৯৮ রানে অলআউট হওয়ায় জয়ের জন্য সহজ টার্গেট পেয়েছে ভারত।
টুর্নামেন্টে পরে ব্যাট করা দলের জয়ের হার বেশি। সেদিকে চোখ রেখে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ দেয় ভারত। দলীয় ১৭ রানে কালাম সিদ্দিকির বিদায়ে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ধারাবাহিক গতিতে রান তুলতে না পেরে নিজেরাই চাপে পড়ে।
শুরুর ১০ ওভারে বাংলাদেশের রান ছিল মা্ত্র ৪১। দলীয় সংগ্রহ বড় করার সুযোগ তৈরি করেছিলেন যবু দলের মিডলঅর্ডাররা। কিন্তু শিহাব জেমসের ৪০, রিজন হোসেনের ৪৭ রান খুব বেশি সুবিধা দিতে পারেনি। উইকেটে সেট হয়েও ভুল শটে আউট হওয়ার মাশুল দিয়েছে যুব দল।
আক্ষেপে পোড়ালেন অধিনায়ক আজিজুল। একটি করে চার ও ছক্কায় ২৮ বলে ১৬ রান করে দারুণ এগিয়ে চলছিলেন একমাত্র ইনফর্ম ব্যাটার। অথচ বড় শটের নেশায় উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারী লাইনে ক্যাচ আউট হন।
শেষদিকে উইকেটরক্ষক ব্যাটার ফরিদ হোসেন একপ্রান্ত আগলে রেখে ৪৯ বলে ৩৯ রানের ইনিংসে দলকে দুইশোর কাছে পৌঁছে দেন। ১১ রানে তাকে ভালো সঙ্গ দেন মারুফ মৃধা।