Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

সেমিফাইনালে নারী যুব দল

U-19
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

নারী যুব এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টানা দুই জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নারী যুব ক্রিকেটের রেকর্ড রানে অলআউট হয়েছে মালয়েশিয়া।

ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪৯ রান তুলেছে বাংলাদেশ নারী যুব দল। জবাবে মালয়েশিয়া মাত্র ২৯ রানে অলআউট হয়। নিশিতা আক্তার নিশি মাত্র ৩ রানে ৫ উইকেট নেন।

বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার জান্নাতুল মাওয়া ৪৫ বলে ৪৫ রান করেন। তার সঙ্গে ওপেনার ফাহমিদা ছোঁয়া ২১ বলে ২৬, মোসাম্মৎ ইভা ১৬ বলে ১৯ রান করেন। নিচের দিকে সাদিয়া আকতার ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রানে অপরাজিত ছিলেন।

২৯ রানে অলআউট হওয়া মালয়েশিয়ার সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত ১২। দ্বিতীয় সর্বোচ্চ ওপেনার নূর আলিয়ার ৫ রান। নিশির ৫ উইকেট বাদে হাবিবা ইসলাম ৩ ও আনিসা আক্তার ২ উইকেট নেন।

নারী যুব ক্রিকেটে সর্বনিম্ন রানের ঘটনা হলো বাংলাদেশের বিপক্ষে। নারী ক্রিকেটেও টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটি বাংলাদেশের বিপক্ষেই। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপ নারী দল মাত্র ৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশের সঙ্গে। নিগার সুলতানা ও ফারজানা হকের সেঞ্চুরিতে সেবার ২ উইকেটে ২৫৫ রান করেছিল বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত