Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

কনকনে শীতে চ্যাম্পিয়নস লিগের উত্তাপ, লিভারপুল-বার্সার সেরা আটের হাতছানি

আজ বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। জিতলেই সেরা আট নিশ্চিত করবে বার্সা।
আজ বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। জিতলেই সেরা আট নিশ্চিত করবে বার্সা।
[publishpress_authors_box]

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগ এখন জমজমাট। পিএসজি, ম্যানচেস্টার সিটির মত দল যখন বাদ পড়ার শঙ্কায়, তখন সেরা আটে আছে ব্রেস্ত, লিলের মতো ‘পুঁচকে’ ক্লাব। ইউরোপের কনকনে শীতে উত্তাপ ছড়াতে আজ (মঙ্গলবার) আবারও ফিরছে চ্যাম্পিয়নস লিগ।

৩৬ দলের টুর্নামেন্টে নকআউটে খেলবে ১৬ দল। সেই সুযোগ থাকছে সেরা ২৪ দলের। এর ৮টি সরাসরি, আর ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো খেলবে প্লে-অফ। প্লে-অফ এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে লিভারপুল ও বার্সেলোনা। আজ নিজেদের ম্যাচ জিতলে তারা নিশ্চিত করে ফেলবে সেরা আটও।

আজকের ম্যাচ

আতলেতিকো : লেভারকুসেন

বেনফিকা : বার্সেলোনা

লিভারপুল : লিল

মোনাকো : অ্যাস্টন ভিলা

লিভারপুল আজ অ্যানফিল্ডে আতিথ্য দিবে লিলকে। ৬ ম্যাচের ৬টিই জিতে লিভারপুল আছে এক নম্বরে। আর ১৩ পয়েন্ট নিয়ে লিল আছে আট নম্বরে। 

১৫ পয়েন্ট পাওয়া বার্সেলোনা খেলবে বেনফিকার মাঠে। ২০২১ সালে বেনফিকার মাঠ থেকে ৩ গোলে হেরে এসেছিল বার্সা। তাই লা লিগায় সবশেষ আট ম্যাচের কেবল একটি জেতা হান্সি ফ্লিকের দলের জন্য চ্যালেঞ্জটা সহজ নয়।

১১ নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদ  মুখোমুখি হবে লেভারকুসেনের। ম্যাচটা জিতলে চারে উঠে আসতে পারে আতলেতিকো। অবশ্য টানা ১৫ জয়ের পর লা লিগার সবশেষ ম্যাচে হেরে গেছে তারা।

নকআউটের সম্ভাবনা আছে ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপজয়ী অ্যাস্টন ভিলারও। এজন্য আজ মোনাকোকে হারাতে হবে তাদের।

৩৬ দলের পয়েন্ট

নম্বরদলম্যাচজয়ড্রহারগোলপয়েন্ট
লিভারপুল১৩/১১৮
বার্সেলোনা২১/৭১৫
আর্সেনাল১১/২১৩
লেভারকুসেন১২/৫১৩
অ্যাস্টন ভিলা৯/৩১৩
ইন্টার ৭/১১৩
ব্রেস্ত১০/৬১৩
লিল১০/৭১৩
ডর্টমুন্ড১৮/৯১২
১০বায়ার্ন ১৭/৮১২
১১আতলেতিকো১৪/১০১২
১২এসি মিলান১২/৯১২
১৩আতালান্তা১৩/৪১১
১৪জুভেন্টাস৯/৫১১
১৫বেনফিকা১০/৭১০
১৬মোনাকো১২/১০১০
১৭স্পোর্তিং সিপি১১/৯১০
১৮ফেইনুর্ড১৪/১৫১০
১৯ক্লাব ব্রুগা৬/৮১০
২০রিয়াল মাদ্রিদ১২/১১
২১সেল্টিক১০/১০
২২ম্যানচেস্টার সিটি১৩/৯
২৩পিএসভি১০/৮
২৪দিনামো জাগরেব১০/১৫
২৫পিএসজি৬/৬
২৬স্টুটগার্ট৯/১২
২৭শাখতার৫/১৩
২৮স্পার্তা প্রাগ৭/১৮
২৯স্টুর্ম গ্রাৎস৪/৯
৩০জিরোনা৪/১০
৩১রেড স্টার১০/১৯
৩২সালজবুর্গ৩/১৮
৩৩বোলোনিয়া১/৭
৩৪লাইপজিগ৬/১৩
৩৫ব্রাতিস্লাভা৫/২১
৩৬ইয়াং বয়েজ৩/২২

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত