আন্তর্জাতিক ফুটবলকে আরও জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ২০১৮ সালে প্রীতি ম্যাচের বদলে নেশনস লিগ চালু করেছিল উয়েফা। ২০১৮–১৯ মৌসুমে পর্তুগাল, ২০২০–২১ মৌসুমে ফ্রান্স আর সর্বশেষ ২০২২–২৩ মৌসুমে শিরোপা জেতে স্পেন।
এই তিনটি দল এবারও দাপটে নাম লিখিয়েছে কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে পৌঁছানোর লড়াইয়ের ড্র উয়েফার সদর দপ্তর সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় শুক্রবার। ড্রতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া চার দলকে এক পটে আর অপর পটে রাখা হয় গ্রুপ রানার্সআপ চার দলকে।
কোয়ার্টার ফাইনালের ড্র
স্পেন–নেদারল্যান্ডস
ফ্রান্স–ক্রোয়েশিয়া
পর্তুগাল–ডেনমার্ক
জার্মানি–ইতালি
সেমিফাইনাল
জার্মানি–ইতালি/ পর্তুগাল–ডেনমার্ক
স্পেন–নেদারল্যান্ডস/ ফ্রান্স–ক্রোয়েশিয়া
বর্তমান চ্যাম্পিয়ন স্পেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডসকে। ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ ডেনমার্ক। এছাড়া মুখোমুখি হবে জার্মানি–ইতালি ও ফ্রান্স–ক্রোয়েশিয়া। প্রথম লেগ মাঠে গড়াবে আগামী বছরের ২০ মার্চ আর ফিরতি লেগ ২৩ মার্চ।
ড্র অনুষ্ঠিত হয়েছে অন্য স্তরেও। গ্রুপ ‘এ’ ও ‘বি’-এর প্লে অফে মুখোমুখি হবে তুরস্ক-হাঙ্গেরি, ইউক্রেন-বেলজিয়াম, অস্ট্রিয়া- সার্বিয়া আর গ্রিস স্কটল্যান্ড।