আইপিএলের গত মৌসুমে গুজরাট টাইটানসে ছিলেন উর্ভিল প্যাটেল। গুজরাট তাকে ম্যাচ খেলায়নি একটিও। এবার তাকে ছেড়েও দিয়েছে গুজরাট, আর মেগা নিলামে কোনো দল পাননি তিনি।
সেই উর্ভিল প্যাটেল ভাঙলেন আইপিএল নিলামে সবচেয়ে বেশি ২৭ কোটি রুপিতে দল পাওয়া ঋষভ পন্তের রেকর্ড। ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টিতে ২০১৮ সালে দিল্লির হয়ে হিমাচলের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্ত।
এতদিন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে সেটাই ছিল কোনো ভারতীয় ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই বুধবার রেকর্ডটা ভাঙলেন উর্ভিল। ত্রিপুরার বিপক্ষে গুজরাটের হয়ে সেঞ্চুরি করলেন ২৮ বলে।
টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি
ব্যাটার | দল | বিপক্ষ | বল | বছর |
সাহিল চৌহান | এস্তোনিয়া | সাইপ্রাস | ২৭ | ২০২৪ |
উর্ভিল প্যাটেল | গুজরাট | ত্রিপুরা | ২৮ | ২০২৪ |
ক্রিস গেইল | বেঙ্গালুরু | পুনে | ৩০ | ২০১৩ |
ঋষভ পন্ত | দিল্লি | হিমাচল | ৩২ | ২০১৮ |
৩৫ বলে ৭ বাউন্ডারি ১২ ছক্কায় ১১৩ রান করেন উর্ভিল। ত্রিপুরার ১৫৮ রানের চ্যালেঞ্জ এই ইনিংসে ভর করে গুজরাট পেরিয়ে যায় ৫৮ বল হাতে রেখে!
স্বীকৃতি টি-টোয়েন্টিতে উর্ভিলের ২৮ বলে সেঞ্চুরি দ্বিতীয় দ্রুততম। এ বছর সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন এস্তোনিয়ার সাহিল চৌহান। এক বলের জন্য তার রেকর্ডটা ভাঙতে পারেননি উর্ভিল।
নিলামে দল না পেলেও এমন ঝড়ো ব্যাটিংয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর দৃষ্টি নিশ্চয়ই কাড়বেন উর্ভিল। এখনও সব দলের ২৫ জন করে কেনা হয়নি। যে কোন ফ্র্যাঞ্চাইজিতে যাওয়ার সুযোগটাও তাই শেষ হয়নি তার।