Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

টিকিট পাওয়া মাত্রই লেবানন ছাড়ুন, নাগরিকদের যুক্তরাষ্ট্র     

শনিবার রাতে ইসরায়েলের বেইত হিল্লেল শহরে রকেট হামলা চালায় হিজবুল্লাহ।
শনিবার রাতে ইসরায়েলের বেইত হিল্লেল শহরে রকেট হামলা চালায় হিজবুল্লাহ।
[publishpress_authors_box]

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে নিজ দেশের নাগরিকদের উড়োজাহাজের টিকেট পাওয়া মাত্রই লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

একইভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির খুব দ্রুত অবনতি ঘটতে পারে এই আশঙ্কায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও লেবাননে অবস্থানরত নাগরিকদের দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছেন।  

লেবাননের রাজধানী বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাস শনিবার এক বিবৃতিতে নিজেদের নাগরিকদের উদ্দেশে বলেছে, যারা লেবাননে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের অনিশ্চিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করতে হবে। পাশাপাশি দীর্ঘসময়ের জন্য তাদের আশ্রয় নেওয়ারও প্রস্তুতি থাকতে হবে।  

বিবৃতিতে বলা হয়, বেশ কয়েকটি বিমান সংস্থা ফ্লাইট স্থগিত ও বাতিল করেছে। বাণিজ্যিক ফ্লাইটে করে লেবানন ছাড়ার সুযোগ এখনও আছে। তাই টিকিট পাওয়া মাত্রই লেবানন ত্যাগ করা জরুরি।

কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য নয়, মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানও লেবাননে অবস্থানরত নিজেদের নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের নাগরিকদের সতর্ক করে বলেছে, এসময় কেউ যেন লেবাননে না যায়।  

মধ্যপ্রাচ্যে ‘কোনও সতর্কতা ছাড়াই পরিস্থিতি আরও খারাপ হতে পারে’ এই কারণ দেখিয়ে নিজেদের নাগরিকদের লেবানন ও ইসরায়েলে না যাওয়ার পরামর্শ দিয়েছে কানাডাও।    

বুধবার তেহরানে নিহত হন হামাসপ্রধান ইসমাইল হানিয়া।

ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়া ও লেবাননে হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডারের হত্যাকাণ্ড ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ মাত্রায় প্রস্তুত রাখা হয়েছে এবং ইসরায়েলকে সুরক্ষা প্রদানে তাদের ‘ইস্পাতদৃঢ়’ প্রতিশ্রুতি অটুট রয়েছে।

হামাসপ্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে ‘কঠোর সাজা’ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করার পরই মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান ও জাহাজ মোতায়েনের ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে।

বুধবার তেহরানে হামাসপ্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। ইরান ও হামাস এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে, যদিও ইসরায়েল এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

৬২ বছর বয়সী ইসমাইল হানিয়া হামাসের সামগ্রিক নেতা হিসেবে বিবেচিত হতেন। গাজা যুদ্ধ থামাতে ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করার লক্ষ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তিনি।

হানিয়ার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল দাবি করে, তারা লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করেছে।   

এই উত্তেজনার মধ্যে শনিবার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বেইত হিল্লেল শহরে বেশ কয়েকটি রকেট হামলা করে হিজবুল্লাহ।                

সোশাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, হিজবুল্লাহর ছোড়া রকেটগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। হিজবুল্লাহর এই হামলায় হতাহতের কোনও খবর পায়নি বিবিসি।   

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত