Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

হুতিদের মারতে গিয়ে নিজেদের যুদ্ধবিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

image
[publishpress_authors_box]

লোহিত সাগরে থাকা বিমানবাহী রণতরী থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়তে গিয়ে একটি যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তা শত্রুর হামলায় নয়, নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধ্বংস হয়েছে যুদ্ধবিমানটি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শনিবার যুদ্ধবিমানটি লোহিত সাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান থেকে উড়াল দেওয়ার পর সেই রণতরী থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধ্বংস হয়।

অবশ্য যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি ধ্বংস হলেও এর দুই পাইলট নিরাপদেই বের হয়ে আসতে সক্ষম হন। তাদের মধ্যে একজন সামান্য আঘাত পেয়েছেন।

সেন্টকম জানিয়েছে, শত্রুদের আক্রমণের কারণে নয় বরং সম্পূর্ণরূপে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। রণতরী থেকে ভুলবশত ছোড়া ইউএসএস গেটিসবার্গ ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধবিমানটি ধ্বংস হয়।

বিবিসি জানায়, শনিবার যুক্তরাষ্ট্র হুতিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের সানা শহরে ক্ষেপণাস্ত্রের মজুদ ও কমান্ড সেন্টারে বিমান হামলা চালানোর এক পর্যায়ে এই ঘটনা ঘটে।

এদিন সানা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি লোহিত সাগরের আকাশে হুতিদের একাধিক ড্রোন ও একটি অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলও ধ্বংসের কথা জানায় যুক্তরাষ্ট্র।

হুতিরা ইরান সমর্থিত একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইসরায়েল এবং আন্তর্জাতিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। হুতিদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই আক্রমণ চালাচ্ছে।

হুতিদের অব্যাহত হামলার মুখে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ সুরক্ষায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশ মিলে ‘অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান’ চালু করেছে। তবে এই পদক্ষেপের মাধ্যমেও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা পুরোপুরি থামানো যায়নি। ফলে এই অঞ্চলে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে সম্প্রতি ইয়েমেনে হুতিদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতে শনিবার হুতিদের ছোড়া একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবে গিয়ে আঘাত হানে, যে হামলায় বেশ কয়েকজন সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের সানায় তাদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আর সেই হামলার মধ্যেই তাদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদেরই একটি যুদ্ধবিমান ধ্বংস হয়।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছেন, ধ্বংস হওয়া যুদ্ধবিমানটি ইয়েমেনে হুতিদের ওপর চালানো অভিযানে সরাসরি জড়িত ছিল না।

এ ছাড়া কীভাবে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধবিমানটি ধ্বংস হলো তা জানতে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরুর কথাও জানিয়েছেন তারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত