Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

লিভারপুল ম্যাচে অনিশ্চিত ভিনি, দুষছেন ব্যস্ত সূচিকে

চোটে পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এক্স
চোটে পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

লেহানেসের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন। অস্বস্তির কোনও ছিটেফোঁটাও টের পাওয়া যায়নি। কিন্তু পরের দিনই খবর এলো, চোট পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। দুই দিন পরই লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। হ্যামস্ট্রিং চোটে ইংলিশ ক্লাবের বিপক্ষে খেলা এখন অনিশ্চিত হয়ে পড়ল তার।

সোমবার (২৫ নভেম্বর) রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে ভিনিসিয়ুসের চোটের বিষয়টি। তবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে, সেটা জানায়নি। তবে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এই খবর যদি সত্যি হয়, তাহলে লিভারপুলের বিপক্ষে তো বটেই আগামী মাসে আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচও মিস করবেন ভিনিসিয়ুস।

লেহানেসের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পেকে শেষ ১০ মিনিট খেলাননি কার্লো আনচেলত্তি। তবে ভিনিসিয়ুসকে পুরো সময়ই মাঠে রেখেছিলেন রিয়াল কোচ। লকার রুমে যাওয়ার আগপর্যন্ত ভিনির কোনও সমস্যা টের পাওয়া যায়নি। লকার রুমে গিয়েই তিনি অস্বস্তির কথা জানান। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বাঁ পায়ের হ্যামিস্ট্রিংয়ের চোট নিশ্চিত হওয়া গেছে।

এই চোট মোটেও নতুন নয় ভিনির জন্য। গত মৌসুমে দুইবার একই সমস্যায় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। তবে এবার এমন সময় তিনি চোট পেলেন, যখন লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রিয়ালের। চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। চলতি মৌসুমটা তাদের ভালো যাচ্ছে না। লিগ পদ্ধতির নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে তাদের অবস্থান ১৮ নম্বরে।

চোটে পড়ে চটেছেন ভিনিসিয়ুস। ব্যস্ত সূচিকে দুষছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, “পাগলাটে সূচি… এখন সেরে ওঠার কাজ করা যাক।” ইউরোপিয়ান ফুটবলে ম্যাচ বেড়েছে। সপ্তাহে খেলতে হচ্ছে তিনটি ম্যাচ। এজন্য অনেক খেলোয়াড়ই ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। অনেকে ম্যাচ বয়কটের ডাকও দিয়েছেন। তাদের সঙ্গে এবার যুক্ত হলেন ভিনিসিয়ুস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত