Beta
শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

নেইমারের ব্রাজিলে ফেরার আশায় ভিনিসিয়ুস-রাফিনিয়া

neymar-56
[publishpress_authors_box]

ইউরোপ ছেড়ে সৌদি আরবে গিয়ে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারেননি নেইমার। সৌদিতে খেলোয়াড়ের চেয়ে ফুটবল দূত হিসেবে তাকে পাওয়া গেছে বেশি। কারণটা অবশ্য চোট। আল হিলালে যোগ দিয়ে এক বছরের বেশি থাকতে হয়েছে মাঠের বাইরে। ফিরেও ভালো নেই ব্রাজিলিয়ান তারকা। এজন্য নাকি সৌদি ছাড়ার চিন্তা-ভাবনা করছেন নেইমার। সম্ভাব্য গন্তব্য শৈশবের ক্লাব সান্তোস। তার জাতীয় দলের দুই সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়াও আশা করছেন, ব্রাজিলিয়ান ফুটবলে ফিরবেন নেইমার।

৩২ বছর বয়সী ফরোয়ার্ড ইউরোপের বড় বড় ক্লাবের নজরে পড়েছিলেন সান্তোস দিয়ে। ‘পেলের ক্লাব’ হিসেবে পরিচিত ব্রাজিলিয়ান এই দলটির জার্সিতে কৈশোরেই আলো ছড়িয়েছিলেন তিনি। সেই আলো ইউরোপিয়ান ফুটবলে এসে পড়লে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাব হাত বাড়িয়েছিল নেইমারের দিকে। যদিও তাকে পাওয়া দৌড়ে সফল হয় বার্সেলোনা।

যে ক্লাব থেকে তারকা হওয়ার পথ গড়েছিলেন, সেই সান্তোসেই নাকি ফিরতে যাচ্ছেন নেইমার। ইএসপিএন-কে একটি সূত্র জানিয়েছে, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে জানুয়ারিতেই সান্তোসে যোগ দিচ্ছেন নেইমার। যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পাওয়া দৌড়ে রয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ‍বেশ কয়েকটি ক্লাব।

নেইমারের ভবিষ্যৎ এখন সুতোয় ‍ঝুলছে। যদিও বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড রাফিনিয়া মনে করছেন, নেইমার সান্তোসে যোগ দেবেন। তিনি টিএনটি স্পোর্টস ব্রাজিলকে বলেছেন, “আমার মনে হয় সে (নেইমার) উচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় ফিরতে যাচ্ছে। আমার মতে, ব্রাজিলিয়ান লিগ অনেক উচ্চ পর্যায়ের। তার সেটা (নেইমার ব্রাজিলে ফিরলে) হলে নেইমারের শুধু নয়, আমাদেরও ‍সবার জন্য ভালো হবে।”

অন্যদিকে ভিনিসিয়ুস জানিয়েছেন, নেইমারের সেরাটা বের করে আনতে সান্তোস সঠিক জায়গা। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বলেছেন, “ব্রাজিলে নেইমারের মতো খেলোয়াড়ের খুব দরকার। সবচেয়ে বড় কথা হলো সান্তো তার ঘর, সেখানে সে প্রচুর ম্যাচ খেলেছে।”  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত