রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ভিনিসিয়ুস জুনিয়রের শাস্তিটা বড় হবে না। তার বিশ্বাসই ভিত পেল। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন কাছ থেকে বড় শাস্তি পাননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভ্যালেন্সিয়া ম্যাচে সরাসরি লাল কার্ড দেখায় ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। এই শাস্তি শুধু লা লিগার ম্যাচেই প্রযোজ্য। ফলে স্প্যানিশ সুপার কাপ খেলতে কোনও বাধা নেই ভিনিসিয়ুসের।
লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে দলটির গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কিকে মাথায় ঘুষি মেরেছিলেন ভিনিসিয়ুস। রেফারি ভিএআরের সাহায্যে লাল কার্ড দেখান ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এই অপরাধে স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন ভিনিকে কঠিন শাস্তি দিতে যাচ্ছে বলে খবর ছিল স্প্যানিশ মিডিয়ার। তবে রিয়ালের আপিলের পর ২ ম্যাচের শাস্তি পেয়েছেন এই ফরোয়ার্ড।
এই শাস্তি স্প্যানিশ সুপার কাপে প্রযোজ্য নয়। ফলে মাদ্রিদের ক্লাবটির পরের ম্যাচেই দেখা যাবে ভিনিসিয়ুস জুনিয়রকে। বৃহস্পতিবার রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হচ্ছে রিয়াল। এই ম্যাচে দেখা যাবে ব্রাজিলিয়ান তারকাকে। ভিনি খেলতে পারবেন না লাস পালমাস ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে লা লিগার ম্যাচ দুটি।
তিনি যে লাল কার্ড দেখেছিলেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে, সেটাই মেনে নিতে পারেননি রিয়াল কোচ আনচেলত্তি। এ কারণে এই ইতালিয়ান জানিয়েছিলেন, ভিনির বড় শাস্তির কিছু দেখেন না, “আমরা এখনও বিশ্বাস করি এটা লাল কার্ড ছিল না, এটা হলুদ কার্ড হতে পারতো। আমরা আশা করছি, সে (ভিনিসিয়ুস) বেশি ম্যাচ নিষিদ্ধ হবে না। আমি তার জায়গায় নেই; তবে এটা বলতে পারি বাইরে যা কিছু ঘটছে, যত অপমান করা হচ্ছে, মোটেও সহজ নয় তার জন্য।”