তার নামের সঙ্গে জড়িয়ে ‘কিং’। বিরাট কোহলি একবার আপত্তি জানিয়ে বলেছিলেন, ‘‘দয়া করে আমাকে কিং কোহলি বলবেন না’’। কে শোনে কার কথা, সেদিনের পর আরও বেশি করে ‘কিং’ নামটা জুড়ে যায় তার নামের সঙ্গে।
রাজা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিখারি হয়ে পড়েছিল রীতিমতো। সেমিফাইনাল পর্যন্ত রান মাত্র ৭৫! সেই তিনি ফাইনালে খেললেন ৫৯ বলে ৭৬ রানের অসাধারণ ইনিংস। তাতে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। আর পুরস্কার হাতে দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট ছাড়ার ঘোষণা।
বিশ্বকাপ জয়, ফাইনালের নায়ক, এরপর অবসর-এর চেয়ে ভালো চিত্রনাট্য আর কী হতে পারত। টি-টোয়েন্টি থেকে কোহলির বিদায়টা হলো রাজার মতোই। অবসরের ঘোষণা দিয়ে তিনি জানালেন, ‘‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম। সৃষ্টিকর্তা মহান। যখন দলের দরকার ছিল তখনই রান করলাম আমি। এটাই আমার শেষ। ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।’’
ফাইনালে টপ অর্ডার ব্যর্থ হলেও অপর প্রান্তে বিরাট কোহলি ছিলেন ভারতের ভরসা হয়ে। আসলে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, বিরাট কোহলিরা শুধু ব্যাটসম্যান নন প্রতিষ্ঠান। জ্বলে উঠলে জ্বালিয়ে দেন বিপক্ষকে। ৫৯ বলে ৬ বাউন্ডারি ২ ছক্কায় ৭৬ রানের ইনিংসে এবার কোহলি স্বপ্ন ভাঙলেন প্রোটিয়াদের। তার ইনিংসটিতেই ভারত পায় ১৭৬ রানের পুঁজি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেরই সর্বোচ্চ।
কোহলি ফিফটি করেন ৪৮ বলে। পরে গতি বাড়িয়ে করেন ৫৯ বলে ৭৬। ২০১৪ সালের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষেও ৫৮ বলে ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিরেন কোহলি। এজন্যই তো তিনি কিং কোহলি, যিনি সেরাটা জমিয়ে রাখেন বড় মঞ্চের জন্য।
১২৫ টি-টোয়েন্টির ক্যারিয়ারে কোহলির রান ১ সেঞ্চুরি ৩৮ ফিফটিসহ ৪১৮৮। তার ব্যাটিং গড় ৪৮.৬৯ আর স্ট্রাইক রেট ১৩৭.০৪। নেতৃত্ব দিয়েছেন ৫০ ম্যাচ।
বিদায় বেলায় কোহলি বললেন, ‘‘এটা রোহিতের নবম বিশ্বকাপ, আমার ষষ্ঠ। ট্রফিটা উঁচিয়ে ধরতে চেয়েছি। পরিস্থিতিকে সম্মান জানাতে চেয়েছি জোর করার চেয়ে। এটা (অবসর) ওপেন সিক্রেট ছিল, এখন পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার পালা। অসাধারণ কিছু খেলোয়াড় দলকে এগিয়ে নেবে আর ভারতের পতাকা ধরবে উঁচু করে।’’