টানা দুই হারে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল স্বপ্ন ধূসর হয়ে গেছে পাকিস্তানের। আজ (সোমবার) বাংলাদেশকে নিউজিল্যান্ড হারালে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারত ও কিউইদের। তবে বাংলদেশ জিতলে সম্ভাবনা থাকবে পাকিস্তানের। সেক্ষেত্রে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারতে হবে ভারতের কাছে।
অঙ্কগুলো পাকিস্তানের জন্য জটিল। একপ্রকার অসম্ভবও। তাই ভারতের কাছে ৬ উইকেটে হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় মেনে নিলেন পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, ‘‘আমরা এখনকার মতো বলতে পারি এটা শেষ হয়ে গেছে (সেমির স্বপ্ন)। এখন বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটা দেখব, এরপর ভারত-নিউজিল্যান্ড ম্যাচে কি হয় এর অপেক্ষা করতে হবে। এটা অনেক দীর্ঘ পথ, আমাদের হাতে কিছু নেই। অধিনায়ক হিসেবে অন্য দলের ওপর নির্ভর করাটা পছন্দ নয় আমার। ভারত আর নিউজিল্যান্ড দুর্দান্ত খেলে আমাদের হারিয়েছে। আমরা মোটেও ভালো খেলিনি।’’
সেঞ্চুরি করে উচ্ছ্বাসে ভাসছেন বিরাট কোহলি। ম্যাচ সেরার পুরস্কার হাতে তিনি বললেন,‘‘সত্যি বলতে, ৩৬ বছর বয়স হয়ে গেলে ভালোই লাগে (ভারতের পরের ম্যাচ ২ মার্চ, এখন আপাতত ছুটি পাওয়ায়)। আমি জানি না, যাদের ২৩–২৪ বছর তাদের কেমন লাগছে, আমার খুব ভালো লাগে। দুই দিন কিছুই করব না।’’
৪২.৩ ওভারে কঠিন পিচে পাকিস্তানের ২৪১ রান তাড়া করে জিতেছে ভারত। ১১১ বলে ১০০ করে আরও একবার সমালোচকদের জবাব দিয়ে কোহলি বললেন, ‘‘আমি নিজেকে বারবার বলতে থাকি, ফিল্ডিংয়ে ১০০% দিতে হবে। এ নিয়ে গর্বও অনুভব করি। রোহিত আউট হওয়ার পর আমার কাজ ছিল মাঝের ওভারগুলোতে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। স্পিনারদের নয়, পেসারদের বিপক্ষে ঝুঁকি নেওয়ার। আমি এভাবেই ওয়ানডেটা খেলি।’’
কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, ‘‘কোহলি দেশের হয়ে খেলতে ভালবাসে। ও যেটা ভাল করে সেটাই এই ম্যাচে করেছে। পাকিস্তানের বিপক্ষে ও যে ব্যাটিং করেছে তা দেখে আমরা অবাক হইনি। ওর সেঞ্চুরি নিয়ে আমাদের ড্রেসিংরুম নিশ্চিন্ত ছিল।’’
দলের অন্যদের কৃতিত্ব দিতেও ভুলেননি রোহিত, ‘‘আমরা দুর্দান্ত বল করেছি। জানতাম, উইকেট মন্থর। কিন্তু আমাদের ব্যাটিং আক্রমণের পক্ষে ২৪১ রান কঠিন ছিল না। কুলদীপ যাদব, অক্ষর পটেল ও রবীন্দ্র জাদেজার কৃতিত্ব অনেক বেশি। তবে মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া ও হর্ষিত রানাকে ভুললেও চলবে না। এটা দলের সবার জয়।”