ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আসন্ন দুর্গাপূজা উদযাপনে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা দেখতে শনিবার তিনি সেখানে যান।
এসময় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি শুভেচ্ছা জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মন্দির পরিদর্শনের সময় মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দুর্গোৎসবে সবার নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে সারাদেশের জেলায় জেলায় সেনা মোতায়েনের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে সেনাবাহিনী।
হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান। অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন করার সময় অন্যান্য ধর্মাবলম্বীদের সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের আহ্বানও জানান তিনি।