Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটিং ‘আজব’ লেগেছে আকরামের

m8
[publishpress_authors_box]

বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে একটা সময় স্কোর ছিল ২ উইকেটে ৯৭। সেখান থেকে মিডলঅর্ডার হাল ধরতে পারলে ৩০০ করা অসম্ভব ছিল না। অথচ ব্যর্থ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুম’ আলোচনায় ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, নিখিল চোপড়া, অজয় জাদেজারা কথা বলেন বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে। ওয়াসিম আকরাম মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলে বললেন, ‘‘দুই সিনিয়র ক্রিকেটার (মুশফিক-মাহমুদউল্লাহ) মিডল অর্ডারের দায়িত্ব সামলাতেই তো এসেছে। অথচ দুজনই আজব শট খেলে আউট হয়েছে। (তাও এমন স্পিনারের বলে) যে স্পিনারের বল কি না ঘোরেই না।’’

ওয়াসিম আরও যোগ করেন, ‘‘দুই সিনিয়র ক্রিকেটারের ওপর সবাই ভরসা করেছে, আর তারা গড়পড়তা শট খেলে আউট হয়েছে। ফর্মে থাকা ক্রিকেটার (হৃদয়) অফ সাইডে খেলতে গেছে। ঠিকমতো শট খেলতে না পেরে আউট হয় ও।’’

বাংলাদেশ ম্যাচে ১৮১টা ডট বল খেলেছে। এটাই দলকে চাপে ফেলে বলে মনে করেন নিখিল চোপড়া, ‘‘বাংলাদেশের ক্রিকেটাররা ডট বলের চাপে পড়ে বড় শট খেলেছে। ভীষণ অবাক হয়েছি আমি।’’

মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের সমালোচনা করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও। ইএসপিএনক্রিকইনফোতে জাফর বলেছেন, ‘‘মুশফিক যে শটটি খেলেছে, মাহমুদউল্লাহ যে বেপরোয়া শটটি খেলেছে, এই ম্যাচটা তো তাদের জিততেই হতো। এই ধরনের ম্যাচে তারা দায়িত্ব নেবে এবং নিজেদের প্রমাণ করবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু দুঃখজনকভাবে, আইসিসি টুর্নামেন্টগুলোতে তাদের গল্প একই রকম থেকে যাচ্ছে।’’

সিনিয়র হওয়ায় মুশফিক ও মাহমুদউল্লাহ কি দলের অটোচয়েজ? অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে এ নিয়ে বলেছেন, ‘‘এই টিমে কেউ অটোচয়েজ না। সৌম্য টপ অর্ডারে খেলে রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। সৌম্য (সরকার) যদি খেলত তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগত। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল। শেষ ৪-৫ ইনিংস যদি দেখেন রিয়াদ ভাইয়ের খুবই ভালো ব্যাটিং করেছে। তাই দরকার ছিল।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত