দাপট দেখিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। এর মাঝেও তারা সমালোচিত হয়েছে পুরো টুর্নামেন্ট দুবাইয়ে খেলা নিয়ে। নিউজিল্যান্ড যখন ৭০০০ কিলোমিটারের বেশি পাড়ি দিয়েছে সেখানে ভারতীয় ক্রিকেটাররা ছিলেন একই শহরে।
পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম অবশ্য এটা গুরুত্ব না দিয়ে ভারতের শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছেন। ‘ড্রেসিং রুম’ অনুষ্ঠানে আকরাম বললেন, ‘‘ভারতের এই দলটা বিশ্বের যে জায়গায় চ্যাম্পিয়নস ট্রফি হোক, সেখানেই চ্যাম্পিয়ন হত। ওদের শুধু দুবাইয়ে পুরো টুর্নামেন্ট খেলা নিয়ে কথা হচ্ছে। আমি মনে করি ওরা যদি পাকিস্তানে খেলত, তারপরও শিরোপা জিতত। মনে রাখতে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটা (ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্রে হয়েছে) ওরা কোনো ম্যাচ না হেরে জিতেছে।’’
চ্যাম্পিয়নস ট্রফির আগে টানা ব্যর্থতার বৃত্তে ছিল ভারত। নিউজিল্যান্ডের কাছে তারা ৩-০’তে টেস্ট সিরিজ হেরেছে, অস্ট্রেলিয়ায় হেরেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। এমনকি হেরেছে শ্রীলঙ্কার কাছেও।
তারপরও অধিনায়ক রোহিত শর্মা আর কোচ গৌতম গম্ভীরের ওপর আস্থা রাখায় ভারতীয় বোর্ডের প্রশংসা করেছেন আকরাম, ‘‘আমি তো বিসিসিআইকেও কৃতিত্ব দিব। ওরা একটার পর একটা সিরিজ হেরেছে, তারপরও বোর্ড পাশে থেকেছে কোচ-অধিনায়কের। সবাইকে বুঝিয়েছে এরাই আমাদের কোচ, অধিনায়ক। এই সমর্থনটা ভীষণ দরকার।’’
চ্যাম্পিয়নস ট্রফির পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানের কারও না থাকাটা অবশ্য মানতে পারছেন না আকরাম, ‘‘আমরা স্বাগতিক, আমাদের কারও কি অধিকার নেই মঞ্চে থাকার? পাকিস্তানের কারও না কারও মঞ্চে থাকা উচিত ছিল।’’
এদিকে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারকে একহাত নিয়েছেন পাকিস্তানি সাবেক তারকা ইনজামাম উল হক। ভারতের কাছে পাকিস্তান হারার পর গাভাস্কার বলেছিলেন, ‘‘পাকিস্তানের বর্তমান এই দলটির জন্য ভারতের ‘বি’ দলকে হারানোও কঠিন হবে। ওদের ক্রিকেটের এখন এতটাই খারাপ হাল।’’
এর জবাবে ইনজামাম এতদিন পরে একটি টিভি চ্যানেলে বলেছেন, ‘‘তাকে (গাভাস্কারকে) কেউ পরিসংখ্যান দেখতে বলুন। তাহলেই তিনি জানতে পারবেন পাকিস্তানের অবস্থান কোথায়। তার মতো একজন এমন মন্তব্য করায় খুব দুঃখ পেয়েছি। পাকিস্তানের বিপক্ষে না খেলতে একবার তিনি শারজা থেকে পালিয়েছিলেন। তিনি বয়সে আমাদের চেয়ে বড়। তাই শ্রদ্ধা করি। কিন্তু অন্য দেশ নিয়ে ধরনের মন্তব্য করা উচিত নয়।’’