Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

আমরা চাই সবাই ইথিক্যাল জার্নালিজম করুক : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
[publishpress_authors_box]

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিপর্যয়ের মুখে পড়েছে’ উল্লেখ করে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন যে প্রতিবেদন করেছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সব গণমাধ্যম ও সাংবাদিকদের ‘ইথিক্যাল জার্নালিজম’ করার আহ্বান জানিয়েছেন।    

গত ১৯ ডিসেম্বর বাংলা ট্রিবিউনে ‘বেড়েছে খুন ছিনতাই ডাকাতি, হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, “রাজধানী ঢাকাসহ সারা দেশে বেড়েছে খুন, ছিনতাই ও ডাকাতির ঘটনা। এতে রীতিমতো বিপর্যয়ের মুখে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। কোনোভাবেই পরিস্থিতি সামলাতে পারছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।”  

এই প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে, তা অসম্পূর্ণ এবং সঠিক নয় বলে দাবি করেন শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, “চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারা দেশে খুনের শিকার হয়েছেন ৫৮৩ জন, অক্টোবর মাসে ৩৯৯ জন ও নভেম্বরে ৩৩৭ জন। ২০২৩ সালের এই তিন মাসে খুনের ঘটনা আরও কম ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে খুন হয়েছিলেন ২৩৮ জন, অক্টোবর মাসে ২৫৮ জন এবং নভেম্বর মাসে ২২৭ জন।”

এ প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, “বাংলা ট্রিবিউনের একটি সংবাদ আমাদের নজরে এসেছে। তারপরই আমরা পুলিশ হেডকোয়ার্টারের নজরে নেই। তারা আমাদের তথ্য পাঠিয়েছে। আমার মনে হয়েছে সাংবাদিকরা ডিসইনফরমেশনের শিকার হয়েছেন। শুধু স্ট্যাটিকস না দেখে যদি পুলিশ হেডকোয়ার্টারে যদি জিজ্ঞেস করতেন তাহলে তিনি (প্রতিবেদক) একটি ভালো ছবি পেতেন।

“যারা ক্রাইম বিড করেন তারা জানেন, বাংলাদেশে মার্ডারের রেইট মাসে ২৫০ থেকে ৩০০ মধ্যে থাকে। এই রিপোর্টে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে খুনের মামলা হয়েছে ৫৮৩টি। কিন্তু সেপ্টেম্বরেই খুন হয়েছে এবং মামলা হয়েছে এর সংখ্যা ২৮৩টি। বাকি যে ৩০০ মামলা তাহলো জুন-জুলাই মাসে যে মানুষকে খুন করেছে আগের সরকার। সেই মামলাগুলো সেপ্টেম্বরে এসেছে। নভেম্বরে ৩৯৯টি মামলার কথা হলেও আসলে হবে ২৪৯টি মামলা। বাকিগুলো আন্দোলনের সময়কার মামলা।”

“এখন এমন খুনের মামলাও আমরা দেখছি যেগুলো ৫-৬ বছর আগের। যেগুলো আগে ভয়ে কেউ করতে পারে নাই। এর মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত বিভিন্ন কারণ আছে। সেই খুনের মামলাও এই সময়ে করা হচ্ছে। ঠিক তেমনি নভেম্বরে ৩৩৭টি মামলা তার মধ্যে ১১৭টি হচ্ছে পুরাতন মামলা। খুন হয়েছে ২২০টি। ”

তিনি বলেন, “এই যে একটি পরিসংখ্যান দিয়ে আপনি (প্রতিবেদক) বলছেন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে- তা তো ঠিক হলো না। আমরা চাই সবাই ইথিক্যাল জার্নালিজম করুক। আপনি একটি দেখুন, আপনার পরিসংখ্যান ঠিক আছে কি না।

“অনেক সময় হয় কী পারসেপশনের উপর রিপোর্ট করে ফেলে। আমার আশে পাশে কেউ ছিনতাইয়ের শিকার হন, তখন মনে হয় বাংলাদেশে আইনশৃঙ্খলা নষ্ট হয়েছে। আমাদের কথা, যেটা সঠিক তা আপনারা লিখুন। আমাদের পক্ষ থেকে সকল তথ্য দিয়ে সাহায্য করা হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত