Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪
Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪

বৃষ্টি বাড়বে, সিলেটে আবার বন্যার শঙ্কা

সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটে সারিগোয়াইন নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফাইল ছবি : সকাল সন্ধ্যা
সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটে সারিগোয়াইন নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফাইল ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

এই মৌসুমের দুই দফা বন্যার ধকল গেছে সিলেটের ওপর দিয়ে; বৃষ্টি আরও বাড়বে বলে আভাস থাকায় সেখানে আবার বন্যার শঙ্কা রয়েছে।

আষাঢ়ের মধ্য ভাগে এসে বর্ষাকাল চেনা রূপেই ধরা দিয়েছে বাংলাদেশে। সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু, যা প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই ধারা সামনের পাঁচদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৭ জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করে। শুক্রবার রাত থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনী জেলায় ১০০ মিলিমিটার। এছাড়া পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ৫১, চট্টগ্রামের সন্দ্বীপ ও ভোলা জেলায় ১৯, কক্সবাজারে ১৭, পটুয়াখালীতে ৯ ও চট্টগ্রাম জেলায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সকাল সন্ধ্যাকে বলেন, মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিমবঙ্গে উঠে আসায় সারাদেশে বৃষ্টিপাত বেড়েছে। এই বৃষ্টিপাত আগামী পাঁচ দিন আরও বাড়বে।

সুরমা, কুশিয়ার, ব্রহ্মপুত্রসহ বড় নদীগুলোর পানি বাড়ার আভাস দিয়ে তিনি বলেন, “কারণ সিলেট অঞ্চল ও ভারতের উজানে আগামী কয়েক দিন ব্যাপকভাবে বৃষ্টি হবে। সেইসঙ্গে পাহাড়ি পানি ঢলের আশঙ্কা করা হচ্ছে।”

আবহাওয়া অধিদপ্তর শনিবার সকালে তাদের পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এদিকে বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্র তাদের পূর্বাভাসে জানিয়েছে, গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং তা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, সারিগোয়াইন নদীর পানি বাড়বে। ফলে সিলেট ও সুনামগঞ্জের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।

অবশ্য সিলেট অঞ্চলের এই বন্যা ভয়াবহ হবে না বলে মনে করেন বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।

তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “সিলেটে আগামী কয়েকদিনের মধ্যে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এই বন্যা আগের বারের মতো ব্যাপক এবং ভয়াবহ হবে না। ৩-৪ দিন হয়ত কোথাও কোথাও ওই অঞ্চলের নদী এলাকায় বন্যা হতে পারে।”

তিস্তা, ব্রহ্মপুত্র, পদ্মার পানি বাড়ছে উল্লেখ করে সরদার উদয় রায়হান বলেন, এখনও এসব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। তবে আগামী ৫/৬ দিনের মধ্যে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচে চলে আসতে পারে। এরপরও এসব অঞ্চলে আগামী কয়েক দিন বন্যার শঙ্কা নেই।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত