অ্যান্টিগার নর্থ সাউন্ডে বাংলাদেশের সুখস্মৃতি বলতে কিছুই নেই। আগের দুই টেস্টে অসহায় আত্মসমর্পণ ছিল। ধারাবাহিকতা মেনে এই মাঠে তৃতীয়বার টেসে্ট বড় হার জুটেছে। তবে এবার লড়াই করার অর্জন আছে, তাসকিনের প্রথম টেস্ট ফাইফারের আনন্দ আছে।
সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন সকালে ২০১ রানের বড় হার নিশ্চিত হয় বাংলাদেশের। উন্ডিজের দেওয়া ৩৩৪ রানের লক্ষ্যে ছুটে ৯ উইকেটে ১৩২ রান করেছে সফরকারীরা। শেষ ব্যাটার শরিফুল ইসলাম আলজারি জোসেফের বলে পিঠে আঘাত পেলে আর ব্যাটিং করতে পারেননি। রিটায়ার্ড হার্ট হওয়ায় ইনিংস শেষ ঘোষণা করে বাংলাদেশ।
অ্যান্টিগার সবশেষ দুই টেস্টে প্রথম ইনিংসে যথাক্রমে ৪৩ ও ১০৩ রান ছিল বাংলাদেশের অর্জন। এবার প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৬৯ রানে ডিক্লেয়ার করা গেছে। উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদ তার ক্যারিয়ার সেরা স্পেল করেছেন। ৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট।
এই অর্জনগুলোর সঙ্গে মুমিনুল হক, লিটন দাস, মেহেদি হাসান মিরাজরা ব্যাট হাতে আরও একটু দায়িত্ববান ইনিংস খেললে এই টেস্টে ড্র করার স্বপ্ন দেখতেই পারতো বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার পুরোনো রোগে তাই সর্বোচ্চ লড়াইটা করতে পারেননি মিরাজরা। প্রতি সিরিজেই যা তাদের জন্য এক হতাশার নাম।
সংক্ষিপ্ত স্কোর :
উইন্ডিজ ১ম ইনিংস : ৪৫০/৯ ডি. ও ২য় ইনিংস : ১৫২/১০। বাংলাদেশ ১ম ইনিংস : ২৬৯/৯ ডি. ও ২য় ইনিংস : ১৩২/৯। ফল : উইন্ডিজ ২০১ রানে জয়ী। ম্যাচ সেরা : জাস্টিন গ্রিভস।
শেষ ব্যাটার জাকের ফিরলেন
তাসকিন আহমেদকে স্ট্রাইক দিচ্ছিলেন না। নিজে ব্যাটিং প্রান্তে থেকে যতদূর সম্ভব রানটা এগিয়ে নিতে চেয়েছিলেন। জাকের আলির সেই চেষ্টা সফল হয়নি।
আলজারি জোসেফের ফুল লেন্থ বলে এলবিডব্লিউ হয়ে জাকের ফিরেছেন ৩১ রান করে। স্ট্যাম্প গার্ড দিয়ে খেলার চেষ্টায় স্ট্যাম্পের বল মিস করে ভুল করলেন জাকের। ১২৯ রানে ৯ উইকেট হারালো বাংলাদেশ।
হাসানের বিদায়ে হারের আরও কাছে বাংলাদেশ
হার মাথায় নিয়েই দিনটি শুরু করেছিলো বাংলাদেশ। ৩৩৪ রানের জয়ের লক্ষ্যে ছুটতে গিয়ে আগেরদিনই হারাতে হয় ৭ উইকেট। হাতে আর তিন উইকেট নিয়ে ২২৫ রান নেওয়া রূপকথার মতো শোনায়। তবুও হারের ব্যবধান কতটা কমানো যায় সেই চেষ্টা হতে পারতো।
অ্যান্টিগা টেস্টের পঞ্চম দিন শুরুতেই হাসান মাহমুদের বিদায়ে সেই চেষ্টাও কঠিন হয়ে উঠেছে। ১১৩ রানে অষ্টম উইকেট হিসেবে হাসান ফিরলেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে ৩৮ রানের ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসের পুনরাবৃত্তি করলেও অপরপ্রান্তে থাকা জাকের আলি কিছুটা সঙ্গ পেতেন।
তেমনটা হয়নি। সিরিজের প্রথম টেস্টে বড় রানে হারের ক্ষণ গুনছে বাংলাদেশ।