Beta
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের ৭ নম্বরে বাংলাদেশ

৩৪ বছর পর পাকিস্তানে টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের

w1
[publishpress_authors_box]

গত বছর ২৮ জানুয়ারি ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এক বছর পর আজ ২৭ জানুয়ারি আরও একটি স্মরণীয় টেস্ট জিতল তারা। এবার ওয়েস্ট ইন্ডিজ মুলতানে পাকিস্তানকে হারাল ১২০ রানে।

 ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছিল ৪ উইকেটে ৭৬ রানে। আজ (সোমবার) লাঞ্চের আগেই শান মাসুদের দল অলআউট ১৩৩ রানে। তাতে ৩৪ বছর ২ মাস পর পাকিস্তানের মাটিতে কোন টেস্ট জিতল ক্যারিবীয়রা।

পাকিস্তানের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ এর আগে টেস্ট জিতেছিল ৪টি। এর সবশেষটি ১৯৯০ সালে ফয়সালাবাদে। মুলতানে স্পিনারদের দাপটে ৩৪ বছরের খরা কাটাল তারা।

ওয়েস্ট ইন্ডিজের হারে সুখবর পেয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম সপ্তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। আগের দুই চক্রে ৯ দলের মধ্যে নবম হয়েছিল বাংলাদেশ। ১২ ম্যাচে নাজমুল হোসেনদের পয়েন্ট ৩১.২৫ শতাংশ।

ওয়েস্ট ইন্ডিজ ২৮.২১ শতাংশ পয়েন্ট নিয়ে আটে, পাকিস্তান ২৭.৯৮ শতাংশ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে শেষ করল এবারের চক্র।

সবমিলিয়ে এই টেস্টে ওয়ারিকানের উইকেট ৯টি। ছবি : ক্রিকইনফো

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেটই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তিন স্পিনার। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান ৫টি আর গুড়াকেশ মোদি নিয়েছেন ২ উইকেট। এছাড়া অফ স্পিনার কেভিন সিনক্লেয়ার নেন ৩ উইকেট।

 প্রথম ইনিংসে ওয়ারিকান ৪টি ও মোতি নিয়েছিলেন ৩ উইকেট। সবমিলিয়ে এই টেস্টে ওয়ারিকানের উইকেট ৯টি। নিজেদের মাটিতে এভাবে স্পিনে নাকাল খুব কম সময়ই হয়েছে পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি ৩১ রান বাবর আজমের। মোহাম্মদ রিজওয়ান ২৫ ও কামরান গুলাম করেন ১৯ রান। দুই টেস্টের সিরিজ শেষ হল ১-১ সমতায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত