বদলে যাওয়া এক দেশ দেখছে সিরিয়াবাসী; দামেস্কের রাজপথে উল্লাস ধ্বনিতে ফুটে উঠছে মুক্তির আনন্দ। কিন্তু সিরিয়ার ভবিষ্যৎ নির্বিঘ্ন, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে বিশ্লেষকদের।
সিরিয়ায় শাসক পরিবর্তন শুধু এই দেশটিই নয়, মধ্যপ্রাচ্যের গোটা রাজনীতি বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। তার ইঙ্গিত এরই মধ্যে দেখতে পাওয়ার কথাও বলছেন কেউ কেউ।
দেশটিতে গৃহযুদ্ধ চলছিল অনেক দিন ধরে; কিন্তু বিদ্রোহী বাহিনীর মাত্র ১২ দিনের অভিযানে যে দৃশ্যপট পুরোপুরি উল্টে যাবে, তা ভাবেনি কেউই। তবে তাই ঘটেছে। আসাদ পরিবারের অর্ধ শতকের কর্তৃত্ববাদী সরকারের অবসান ঘটেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন রাশিয়ায়।
বিদ্রোহীদের নিয়ন্ত্রণে এখন দামেস্ক, যার নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। এই সংগঠনটির নেতা আবু মুহাম্মদ আল-জুলানি এক সময় আল কায়দায় যুক্ত ছিলেন।
অভ্যুত্থানের পরদিন সোমবার সিরিয়ায় যেমন নানা ঘটনা ঘটে চলছে, তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক পক্ষগুলোরও নানা পদক্ষেপ দেখা যাচ্ছে।
উল্লাসে মুখর দামেস্ক
বাশার আল আসাদের পতনের পর থেকে যে উল্লাস শুরু হয়েছে দামেস্কজুড়ে, তা সোমবারও দেখা গেছে। আরও বিভিন্ন শহরে জনতা রাজপথে মিছিল নিয়ে নামে। তারা বলছে, আসাদের শাসন অবসানের পর মুক্তির স্বাদ পাচ্ছে তারা।
দামেস্ক দখল করার পর সিরিয়ায় ১৩ ঘণ্টার কারফিউ জারি করে বিদ্রোহী গোষ্ঠী। রবিবার বিকাল ৪টা থেকে এই কারফিউ শুরু হয়ে চলে সোমবার ভোর ৫টা পর্যন্ত। এর মধ্যেই লুটপাট চলে বাশার-আল-আসাদের বাসভবনে।
দামেস্কে বিস্ফোরণের শব্দ
সোমবার সকালে দামেস্ক ঘিরে বেশ কিছু বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, যদিও কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে সিরিয়ার দিকে কিছু ইসরায়েলি সামরিক বিমান উড়ে যেতে দেখা গেছে।
চলছে নিখোঁজদের সন্ধান
বিদ্রোহীরা সিরিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর দামেস্কের বাইরে থাকা কুখ্যাত সৈয়দনায়া সামরিক কারাগার থেকে অনেক কারাবন্দিকে মুক্ত করে দেওয়া হয়। তারপর থেকে নিখোঁজ সিরীয়দের খোঁজ করছে তাদের স্বজনরা। কারাগারের বাইরেও অনেককে সোমবার ভিড় করতে দেখা যায়।
সিরিয়ান সিভিল ডিফেন্স এক বিবৃতিতে সোমবার জানিয়েছে, পাঁচটি বিশেষায়িত দল গোপন কারাগারের খোঁজ চালাচ্ছে। খোঁজ করা হচ্ছে বেজমেন্টে থাকা গোপন ঘরেরও, যেগুলো কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছে।
নতুন সরকারের তোড়জোড়
বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর তার সরকারের প্রধানমন্ত্রীর অধীনেই কার্যক্রম চলছে। তবে এরই মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড় চলছে। সেই সরকারের প্রধান হিসাবে মোহামেদ আল-বশিরের নাম ঘুরছে আলোচনায়।
যে ইদলিব দীর্ঘদিন ধরে বিদ্রোহীদের ঘাঁটি ছিল, সেই অঞ্চল থেকে আসা আল-বশির গত জানুয়ারিতে বিদ্রোহীদের ঘোষিত সরকারের প্রধান ছিলেন। পেশায় প্রকৌশলী আল-বশির এক সময় সিরিয়ান গ্যাস কোম্পানিতে কাজ করতেন।
বিদ্রোহীদের নেতা আল-জুলানি দামেস্কের উমাইয়া মসজিদে হাজির হন, সেখানে হর্ষধ্বনিতে স্বাগত জানানো হয় তাকে।
সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা
সিরিয়ার সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র বলেছেন, বাশার আল আসাদ সরকারের এসব রাসায়নিক অস্ত্র যেন কট্টরপন্থীদের হাতে না পড়ে, তাই এই হামলা চালানো হয়েছে।
একই দিনে ইসরায়েলের সেনাবাহিনী তাদের কর্মকর্তাদের একটি ছবি প্রকাশ করেছে। ছবিটি দেশটির নিয়ন্ত্রণে থাকা গোলান মালভূমি ছাড়িয়ে বাফার জোন বা নিরপেক্ষ এলাকায় তোলা। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষীদের অবস্থান।
একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন সেনাবাহিনী সাময়িকভাবে গোলান মালভূমির বাফার জোনের নিয়ন্ত্রণ নিয়েছে। বিদ্রোহীরা দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের সমঝোতা চুক্তি ভেঙে পড়েছে। সিরিয়ার অঞ্চলের ভেতরে একটি ‘নিরাপদ অঞ্চল’ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।
সিরিয়ায় ৭৫টি আইএস স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সিরিয়ায় থাকা ৭৫টি আইএস স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। জঙ্গি দলগুলো যেন দেশের বর্তমান পরিস্থিতির কোনও সুযোগ নিতে না পারে, সেজন্য এই হামলা বলে জানিয়েছে তারা।
বাশার আল আসাদ সরকারের পতনে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানকার জাতীয় নিরাপত্তা পরামর্শক জেক সুলিভান বলেন, “আমরা সবার সঙ্গে কাজ করব, এমনকি বিদ্রোহী গোষ্ঠী যারা জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত।”
বাশারের পালিয়ে যাওয়া নিয়ে তিনি বলেন, “ভালো হয়েছে তিনি চলে গেছেন। যারা দেশটির স্থিতিশীল ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ভবিষ্যৎ চায়, তাদের সঙ্গে আমরা কাজ করতে চাই।
রাশিয়ান দূতাবাসে বিদ্রোহীদের পতাকা
দামেস্ক নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখানে থাকা রাশিয়ান দূতাবাসে সিরীয় বিদ্রোহীদের পতাকা টাঙিয়েছেন সিরিয়ার বিদ্রোহীরা।
বিদ্রোহীদের হামলার মুখে দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। রাশিয়ার সরকারি একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, রবিবার রাতে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হলে তারা মস্কো এসে পৌঁছান। একে ‘মানবিক কারণ’ হিসেবে ব্যাখ্যা করেছেন সেখানকার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বাশারের ২৪ বছরের শাসনকালে মিত্র হিসাবে তার পাশেই ছিল রাশিয়া। এমনকি পালানোর সময় রাশিয়ার সহায়তা পেয়েছিলেন তিনি।
সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে ইরানের সরাসরি সংযোগ
ক্ষমতার পালাবদলের পর সিরিয়ার নতুন নেতা বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে ইরান। দীর্ঘদিনের মিত্র বাশারের সরকারের পতনের পর ইরানের এক সরকারি কর্মকর্তা জানান, দুই দেশের মধ্যে ‘প্রতিকূল গতিপথ’ প্রতিরোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিরিয়া দিয়েই আরব বিশ্বে প্রভাব বিস্তার করত ইরান ও রাশিয়া। বাশারের সরকারের পতনের কয়েক ঘণ্টা পর ইরান বলেছে, দামেস্কের সঙ্গে সম্পর্ক দুই দেশের ‘দূরদৃষ্টি ও বিজ্ঞ মনোভাব’ দিয়েই পরিচালিত হবে।
‘রাজনৈতিক সমাধানের’ আহ্বান চীনের
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় স্থিতিশীলতা আনতে সংশ্লিষ্ট সবগুলো দলকে ‘রাজনৈতিক সমাধান’ বা কোনও সমস্যা ছাড়া কঠিন পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছে চীন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, “আমরা আশা করি, সংশ্লিষ্ট সবগুলো দল দেশের জনগণের মৌলিক স্বার্থ বিবেচনায় রেখে কাজ করবে এবং দেশে স্থিতিশীলতা আনতে যত দ্রুত সম্ভব রাজনৈতিক সমাধান খুঁজে বের করবে।”
সিরিয়ার পরিস্থিতির দিকে বেইজিং নজর রাখছে বলেও জানান তিনি।
সিরিয়ায় ‘অন্তর্ভূক্তিমূলক’ সরকারের আহ্বান তুরস্কের
সিরিয়ায় নতুন একটি অন্তর্ভূক্তিমূলক সরকারের আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, “আশা করি বিশ্বের প্রভাবক বিশেষ করে জাতিসংঘ সিরিয়ান জনগণের কাছে যাবে এবং একটি অন্তর্ভূক্তিমূলক প্রশাসন স্থাপনে সহায়তা করবে।”
সিরিয়ার অভিবাসীদের ফিরে যেতে এবং তাদের দেশে আশ্রয়প্রার্থীদের নিয়েও তারা কাজ করবে বলে জানায়।
সূত্র : সিএনএন, বিবিসি, ডয়চে ভেলে