Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ভাইরাল ‘তওবা তওবা’ কেন আলাদা  

Tauba edited
[publishpress_authors_box]

ইন্টারনেট দুনিয়ায় কোনও গান ভাইরাল হওয়ার পেছনের কারণগুলো কী? আছে কোনও বিশেষ ফর্মুলা?

না, কোন বিশেষ ফর্মুলা নেই।

তবে গান ভাইরাল হতে তার সংগীতায়োজন, লিরিক্স, ডান্স এবং পারফরমার- এ বিষয়গুলো বড় ভূমিকা রাখে। মানে এটি একটি গোটা প্যাকেজ। সৃষ্টিশীলতা নিয়ে যত ‘ভালো’ কন্টেন্টই হোক না কেন, শর্ত হলো- দর্শক-শ্রোতার ভালো লাগা। একবার সাধারণ দর্শক শ্রোতার কাছে জমে যাওয়ার মানে হলো- কন্টেন্ট ভাইরাল!

সম্প্রতি নেট দুনিয়ায় ঝড় তোলা ‘তওবা তওবা’ গানটি তেমনই ভাইরাল কন্টেন্ট। ‘ব্যাড নিউজ’ সিনেমার নাচ-প্রধান এই গানটি একটু ব্যতিক্রম। সাধারণত বেশিরভাগ বলিউডের নাচের গানগুলোয় নারী চরিত্র থাকে কেন্দ্রে। এই চরিত্রদের উপস্থাপন করা হয় পুরুষ চাহিদার কথা বিবেচনা করে।

তবে অনেকে বলছেন, ‘তওবা তওবা’ গানে নাকি দান গেছে উলটে। এতে কেন্দ্রে আছেন ভিকি কৌশাল। আর তাকে উপস্থাপন করা হয়েছে নারী চাহিদা বিবেচনা করে। যাকে ইংরেজিতে বলা হয় ‘ফিমেইল গেজ’।

বলিউড আইটেম সং ‘চিকনি চামেলি’ কিংবা ‘শিলা কি জাওয়ানি’ শোনেননি এমন লোক পাওয়া কঠিন। লোক মানে আক্ষরিক অর্থেই ‘লোক’, মানে পুরুষ। কারণ এইসব গানে নারীর উপস্থাপন যে ছিল পুরুষের চোখ দিয়ে। অন্যদিকে অনেকেই বলছেন, ‘তওবা তওবা’ গানে, ক্যামেরা যেন ভিকি কৌশালের শরীর খুঁজে বেরিয়েছে তরুণীর চোখ দিয়ে।

গানে ভিকি কৌশাল বলিউড তো বটেই, বাংলাদেশের তরুণীদেরও মন মাত করেছেন তার নাচ দিয়ে। তার দুর্দান্ত ডান্স আর গ্ল্যামারে মজে আছে সোশ্যাল মিডিয়া।        

‘তওবা তওবা’ কম্পোজ এবং প্লেব্যাক করেছেন পাঞ্জাবী গায়ক কারান আউজলা। আর এর সবচাইতে আকর্ষণীয় দিক – ডান্স কোরিওগ্রাফি করেছে বস্কো-সিজার ডান্স কোম্পানি।  

মজার বিষয় হলো, একজন নারীর সৌন্দর্যকে মহিমান্বিত করেই এই গানটি। অথচ গানের প্রায় পুরোটা জুড়েই প্রাধান্য পেয়েছে সুন্দর পুরুষের প্রচল ধারণাগুলো। দীর্ঘদেহী, চাপা রঙ এবং সুন্দর চেহারা।

অতীতে পাঞ্জাবি মিউজিকের সঙ্গে ভিকির ডান্স ভাইরাল হয়েছে বহুবার। কিন্তু এবার কারান আউজলার এই গানের সঙ্গে ভিকির সঙ্গত, ছাড়িয়ে গেল সবকিছুকেই। কারণ কোরিওগ্রাফির জাদুতে ভিকির অভিনয় প্রতিভা এবং নাচের দক্ষতা দুটোই ফুটে উঠেছে সমানভাবে। আর এই সব কিছু মিলে যা দাঁড়িয়েছে, তা এককথায় ম্যাজিকাল।

যদিও কারও কারও দাবি, ভিকি কৌশালের গ্ল্যামারই ‘তওবা তওবা’র জনপ্রিয়তার আসল কারণ।   

ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তার কাতারে চলে যাওয়া এই গানটি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগের নানা আঙ্গিকে। শর্টস, রিলস কোথায় নেই এই গান?

শিল্পের নানা মাধ্যমেও অচিরেই ধরা দেবে তরুণীদের দারুনভাবে সন্তুষ্ট করা ‘তওবা তওবা’।

১৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে আনন্দ তিওয়ারি পরিচালিত ‘ব্যাড নিউজ’।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত