Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

এল ক্লাসিকো ফাইনাল নিয়ে যা ভাবছে রিয়াল মাদ্রিদ

bellingham-7
[publishpress_authors_box]

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জয়টা বড় ব্যবধানে হলেও সহজে আসেনি। ৬৩ মিনিট পর্যন্ত রিয়ালকে আটকে রেখেছিল মায়োর্কা। পরে ইনজুরি টাইমে গিয়ে জয় নিশ্চিত হয় মাদ্রিদের ক্লাবটির। তাদের এই জয়ে প্রস্তুত হয়ে গিয়েছে এল ক্লাসিকো মঞ্চ। সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

প্রথম সেমিফাইনালে আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে এল ক্লাসিকো ফাইনালে সম্ভাবনা তৈরি করে রেখেছিল বার্সেলোনা। রিয়ালের দ্বিতীয় সেমিফাইনাল জয়ে সেটির পূর্ণতা পেয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের ম্যাচে ৬৩ মিনিটে তাদের এগিয়ে নেন জুড বেলিংহাম। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে মার্তিন ভালিয়েন্তের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এর দুই মিনিট পর রোদ্রিগোর গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা।

তাতে জমজমাট এক ফাইনালের মঞ্চ তৈরি হয়ে গেছে। একই সঙ্গে রিয়ালের এল ক্লাসিকোর ‘প্রস্তুতি’ও দারুণ হয়েছে বড় ব্যবধানের জয়ে। যদিও রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ফাইনাল নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করতে পারছেন না। তিনি বলেছেন, “সাম্প্রতিক সময়ের এল ক্লাসিকো খুবই অপ্রত্যাশিত হচ্ছে। কোনও খেলা আমরা অনায়াসে জিতে যাচ্ছি, অন্যটিতে আমরা হেরে যাচ্ছি ০-৪ ব্যবধানে। এ কারণে ফাইনাল নিয়ে কোনও কিছু চিন্তা বা বলা কঠিন।”

যদিও আনচেলত্তি এটা বুঝছেন, খুবই আকর্ষণীয় একটি ফাইনাল হতে যাচ্ছে, “তবে এটা বলতে পারি, উপভোগ্য একটা ফাইনাল হতে যাচ্ছে, কারণ মাঠে থাকবে অনেক প্রতিভাবান খেলোয়াড়। আমি জানি না ম্যাচে কী হতে যাচ্ছে। তবে আমরা বার্সেলোনার চেয়ে ভালো খেলার চেষ্টা করব।”

বাংলাদেশ সময় ১২ জানুয়ারি (রবিবার) দিবাগত রাত ১টায় সুপার কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত