Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

‘পাতাল লোক’, ‘দ্য রোশনস’ ছাড়াও ওটিটিতে আরও যা দেখার আছে

ওটিটি প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও
[publishpress_authors_box]


সিরিজ অথবা ফিল্ম, ওটিটির বিশাল পৃথিবীতে নতুন নতুন কনটেন্টের অভাব নেই। প্রতি সপ্তাহে এই বিশাল ভান্ডারে আরও নতুন নতুন কন্টেন্ট যোগ হচ্ছে। এই সপ্তাহে কী কী নতুন দেখার আছে জেনে নিন।

পাতাল লোক সিজন টু

প্রথম সিজনের পাঁচ বছর পর ওয়েব সিরিজ পাতাল লোক-এর দ্বিতীয় সিজন শুক্রবার থেকে দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

ইন্সপেক্টর হাতি রাম চৌধুরী এবার নাগাল্যান্ডের রাজনৈতিক নেতা জনাথন থমের খুনের তদন্তে নেমে লড়েন ক্ষমতাশালী প্রতিপক্ষের সাথে।

দ্য রোশনস

বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবার হিসেবে রোশনদের বিশেষ পরিচিতি রয়েছে। নেটফ্লিক্সের এই ডকুমেন্টরিতে উঠে এসেছে রোশন পরিবারের আদ্যোপান্ত।

হৃতিক রোশন হিন্দি সিনেমার তারকা অভিনেতা। তার বাবা রাকেশ রোশন খ্যাতিমান পরিচালক। হৃতিকের দাদা খ্যাতিমান সংগীত পরিচালক রোশনলাল নাগরথ মোহন।

এই সিরিজে রোশনলাল নাগরাথের সুরের ঐতিহ্যের গল্পও দেখা যাবে। এই পরিবারের জীবনের নানা দিক তুলে ধরবেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, করণ জোহরের মতো তারকারাও। শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ।

আরও পড়ুন সিনেমার সেটে হৃতিক আর রাকেশের তর্ক বেঁধে যেত কেন

বিদুথলাই পার্ট টু

পরিচালক বেত্রিমারনের থ্রিলার সিনেমা বিদুথলাই পার্ট টু শুক্রবার থেকে দেখা যাচ্ছে জি ফাইভে। ২০২৩ সালের বিদুথলাই পার্ট ওয়ান-এর সিক্যুয়াল এটি।

তামিলনাড়ুর মাক্কাল পদাইয়ের নেতা বাত্তিয়ারের শোষণের বিরুদ্ধে লড়াইকে কেন্দ্র করে সিনেমার কাহিনি। এতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, মঞ্জু ওয়ারিয়ার এবং সুরি। গেল ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

দরদ

ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সর্বশেষ মুক্তি পাওয়া এই সিনেমাটি ।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। প্রযোজনা করেছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত