ম্যাথু হেইডেনের চোখে তিনি বিস্ময়কর। ওয়াসিম আকরাম-কার্টলি অ্যামব্রোসদের সামলানো সাবেক এই ওপেনার জানিয়েছেন, তার দেখা সবচেয়ে সেরা পেসার জসপ্রিত বুমরা। ভারতীয় পেসারকে প্রশংসায় ভাসাচ্ছেন অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। তিনি বুমরার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, ডানহাতি পেসার না থাকলে একপেশে ম্যাচ জিততো অস্ট্রেলিয়া।
চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রীতিমতো উড়ছেন বুমরা। চার টেস্টে ৩০ উইকেট নিয়ে এখন পর্যন্ত সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। তিনবার নিয়েছেন ৫ উইকেট। মেলবোর্নে যে টেস্টে সর্বশেষ হারল ভারত, সেখানেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বলতা ছড়িয়েছেন ৩১ বছর বয়সী পেসার।
ভারতের অন্য বোলাররা যখন উইকেট এনে দিতে পারছেন না, অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দিচ্ছেন বুমরার হাতে। এই পেসার অধিনায়কের বিশ্বাসের জবাব দিচ্ছেন ব্রেক থ্রু এনে দিয়ে। এমন একজন চ্যাম্পিয়ন বোলারকে নিয়ে প্রশংসা হওয়াটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়ার সাবেক পেসার ম্যাকগ্রা ভারতের মূল অস্ত্র হিসেবে দেখছেন বুমরাকে। তার মতে, এই পেসারকে বাদ দিলে ভারত সাদামাটা একটা দল।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে ম্যাকগ্রা বলেছেন, “বুমরা ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ। এই সিরিজ তাকে ছাড়া আরও একপেশে হতে পারতো। সে যা করছে, এককথায় অসাধারণ। তরুণ এই পেসার নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছে। মাত্র কয়েক পা এগিয়ে কী গতির বোলিং।”
অস্ট্রেলিয়ায় বুমরার বোলিং দেখে রীতিমতো ভক্ত বনে গেছেন ম্যাকগ্রা। টেস্ট ক্রিকেটের সেরা বোলারের আরও সাফল্য দেখছেন এই কিংবদন্তি পেসার। ২০২৪ সালটা দুর্দান্ত কেটেছে বুমরার। ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়ে শেষ করেছে ২০২৪ সাল। নতুন বছরে তার প্রথম ম্যাচ সিডনির পঞ্চম টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে টেস্টে নির্ধারণ হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির ফল।