Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

পশ্চিমবঙ্গে শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত

বার্ড
[publishpress_authors_box]

ভারতে মানবদেহে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশটির পশ্চিমবঙ্গে চার বছর বয়সী এক শিশুর দেহে এইচ৯এন২ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল।

এনডিটিভি বলছে, গত ফেব্রুয়ারিতে শিশুটি গুরুতর শ্বাসকষ্টে ভুগছিল। এমন অবস্থায় তাকে স্থানীয় একটি শিশু হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসার মাধ্যমে সুস্থ হলে তাকে তিন মাস পর অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতাল থেকে বাড়িয়ে পাঠিয়ে দেওয়া হয়।

শিশুটি তার বাড়ির আশেপাশের পোল্ট্রি মুরগীর সংস্পর্শে এসেছিল। তবে ওই পরিবার ও এর ঘনিষ্ঠদের মধ্যে শ্বাসযন্ত্রের কোনও সমস্যার খবর মেলেনি।

ভারতে বার্ড ফ্লু ভাইরাসে সংক্রমণের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০১৯ সালে আরেক ব্যক্তির দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছিল।

এনডিটিভি বলছে, অস্ট্রেলিয়ায় গত ৭ জুন দুই বছর ছয় মাস বয়সী এক শিশুর দেহে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা হড়ে। তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ওই শিশু তার পরিবারের সঙ্গে ভারত ভ্রমণ করেছিল।

বার্ড ফ্লু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামেও পরিচিত। পাখির ইনফ্লুয়েঞ্জা টাইপ এ ভাইরাসের সংক্রমণের কারণে হয়। ডব্লিউএইচও বলছে, এটি সাধারণত প্রাণী থেকে প্রাণীতে ছড়ায়। তবে এটি মানুষকেও সংক্রমিত করতে পারে।

সংক্রমিত প্রাণীর সঙ্গে সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়াতে পারে ভাইরাসটি। এর মধ্যে রয়েছে সংক্রমিত পাখির পালক, মল বা লালা।

ডব্লিউএইচও বলছে, “মূল আক্রান্ত প্রাণীর উপর নির্ভর করে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসগুলোকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ইনফ্লুয়েঞ্জা বা অন্য ধরণের প্রাণী ইনফ্লুয়েঞ্জা হিসেবে শ্রেণিভুক্ত করা যেতে পারে।”

বার্ড ফ্লু সংক্রমণের লক্ষণগুলো হালকা থেকে গুরুতর পর্যন্ত পরিবর্তিত হতে পারে। হালকা লক্ষণগুলোর মধ্যে রয়েছে – জ্বর, কাশি, গলা ব্যথা, মাথাব্যথা, পেশী ব্যথা ও ক্লান্তি। আর গুরুতর লক্ষণগুলোর মধ্যে রয়েছে – শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও শ্বাসযন্ত্রের অকার্যকারিতা।

ডব্লিউএইচও’র মতে, বার্ড ফ্লু ভাইরাস সংক্রমণ মারাত্মক রূপ নিতে পারে।

বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির রোগ নির্ণয়ের জন্য ল্যাবরেটরিতে পরীক্ষার প্রয়োজন। পর্যায়ক্রমে আণবিক পদ্ধতি ব্যবহার করে জুনোটিক ইনফ্লুয়েঞ্জা শনাক্ত করা যেতে পারে। ভাইরাসের জিনগত উপাদান শনাক্তে এই পদ্ধতি ব্যবহার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত