Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

বক্স অফিস কাঁপাতে দক্ষিণী পরিচালক কেন চান সালমান-শাহরুখ-বরুণ ধাওয়ান

বক্সঅফিস কাঁপাতে দক্ষিণী পরিচালক কেন চান সালমান-শাহরুখ-বরুণ ধাওয়ান
[publishpress_authors_box]

দক্ষিণী সিনেমার আধিপত্যকে অস্বীকার করার কোনোই সুযোগ নেই এখন আর। বলিউডের তারকাও এই বাস্তবতা বুঝে গেছেন।

পুষ্পা টু: দ্য রুল‘ সিনেমার হিন্দি সংস্করণ ৭০০ কোটি রুপি পার করার পর দক্ষিণের কাছে নতি স্বীকার করতেই হচ্ছে। যদিও এই উপলব্ধি ‘পুষ্পা টু’ মুক্তির আগেই হয়েছিল।

বলিউড এরমধ্যে দক্ষিণী নির্মাতাদের সঙ্গে কাজ করতে শুরু করেছে এবং এই সিদ্ধান্তের দারুণ ফলও পাচ্ছে।

দক্ষিণের অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট সিনেমার আসন পেয়েছে। তামিল ইন্ডাস্ট্রির প্রথম সারির এই পরিচালক ‘জওয়ান’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেই বাজিমাত করেন।

এদিকে সালমান খান এখন ব্যস্ত আছেন ‘সিকান্দর’ সিনেমা নিয়ে। ‘সিকান্দার’ পরিচালনা করছেন তামিল সিনেপাড়ার এ আর মুরুগাদোস। তার হাতেই বলিউডের বক্সঅফিসে সাড়া ফেলেছিল ২০০৮ সালের ‘গজনি’ এবং ২০১৪ সালের ‘হলিডে – আ সোলজার ইজ নেভার অফ ডিউটি’।

ক্রিসমাসে মুক্তি পাওয়া বরুণ ধাওয়ানের ‘বেবি জন’ প্রযোজনা করেছে অ্যাটলি এবং পরিচালনায় আছেন দক্ষিণের কালীস।

বলিউডে কি বাণিজ্যিক নির্মাতার অভাব পড়েছে? না কি বলিউডের অভিনেতাদের ভরসা উঠে গেছে এখানকার পরিচালকদের উপর থেকে?

হতাশার সুরে ডিস্ট্রিবিউটর এবং প্রদর্শক রাজ বনসাল বলেছেন, “আমাদের অভিনেতারা বুঝে ফেলেছেন যে আমাদের পরিচালকদের এবং লেখকদের মধ্যে কোনো শক্তি নেই।

“এজন্যই তারা দক্ষিণী সিনেমার দিকে চলে গিয়েছেন। এটা খুব দুঃখজনক।”

বাণিজ্য বিশ্লেষক অতুল মোহান মনে করছেন, “বলিউডের অনেক তারকার সেই আত্মবিশ্বাস নেই; তারা ভাবতেই পারেন না বলিউড পরিচালকরা সিনেমা তুলে আনতে পারবে বক্সঅফিসে।”

আর সিনেমা সমালোচক ও বক্সঅফিস বিশ্লেষক তারান আদার্শ ব্যাখ্যা করে বলেন, “দক্ষিণের নির্মাতারা দর্শককে বিনোদন দেয়ার মতো এন্টারটেইনার গড়ে তুলতে পেরেছে। তাদের আত্মবিশ্বাসে কমতি নেই কোনো।”

এখনকার পরিস্থিতিতে ভালো কোনো গল্প অভিনেতাদের কাছে আর পৌঁছাচ্ছে না বলে মন্তব্য করলেন বক্সঅফিস বিশ্লেষক অতুল মোহন।

“অভিনয়শিল্পীদের এখন ম্যানেজার আছে, বিশাল একটি বহর আছে। অথচ তাদের বিন্দুমাত্র জ্ঞান নেই। অভিনয়শিল্পী কোন সিনেমায় কাজ করবেন না কি করবেন না এই সিদ্ধান্ত নেয়ার তারা কে?”

“অভিনয়শিল্পী আর পরিচালকের মাঝে এতগুলো দেয়াল তোলা হয়েছে কেন? এজন্যই দুর্দান্ত গল্পগুলো অভিনয়শিল্পীদের কাছে আর পৌঁছায় না।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত