বহুল পরিচিত ও ব্যবহৃত কোনো অ্যাপের চেহারা হঠাৎ পাল্টে গেলে, একটু বেখাপ্পাই লাগে। কখনও কখনও এই পরিবর্তনগুলো অজান্তেই ঘটে। আবার কখনও অ্যাপগুলোর পরিচালনাকারী কোম্পানির ব্র্যান্ডিং সিদ্ধান্তের কারণেও পরিবর্তন হয়।
সম্প্রতি বিভিন্ন অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরা লক্ষ্য করেছেন, তাদের ফেইসবুক মেসেঞ্জার অ্যাপে পূর্বের বেগুনি ও রঙিন চ্যাট আইকনের পরিবর্তে নীল রঙের আইকন দেখা যাচ্ছে। পরিবর্তনের কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে।
সোশাল মিডিয়া প্লাটফর্ম ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা মেসেঞ্জার অ্যাপের রঙের পরিবর্তন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ধারণা করা হচ্ছে এটি সম্ভবত মেসেঞ্জারের মূল ব্র্যান্ডিংয়ের একটি আপডেট হতে পারে।
নতুন নীল রঙটি মেটার বিভিন্ন ব্র্যান্ডকে একত্রিত করার একটি প্রচেষ্টা মনে হচ্ছে। তবে, এটা ২০২০ সালে রঙিন হওয়ার আগে মেসেঞ্জার অ্যাপটির পুরানো চেহারার মতো দেখানোর চেষ্টা।
মেসেঞ্জার প্রথমে ফেইসবুকের একটি সহজ এক্সটেনশন হিসেবে শুরু হয়েছিল। অ্যাপ দুটি এখনও একসঙ্গে কাজ করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে অনেকেই ফেসবুক কম ব্যবহার করলেও মেসেঞ্জার ঠিকই চালিয়ে গেছেন। তাদের ফেইসবুক অ্যাকাউন্ট বেশিরভাগ সময় নিষ্ক্রিয় থাকে। এখন মনে হচ্ছে মেটা মানুষের কাছে দুটি অ্যাপের সম্পর্ক মনে করিয়ে দিতে এবং তাদের মধ্যে আরও দৃঢ় সংযোগ তৈরি করতে চায়।
মেটা এই পরিবর্তনটিকে স্থায়ী হিসেবে দেখছে কি না, অথবা এটি এমন একটি বিবর্তনের অংশ কিনা যা ভবিষ্যতে আরও কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে, তা স্পষ্ট নয়। অবশ্য এই পরিবর্তন কিছু ব্যবহারকারীর জন্য অস্বস্তিকর হতে পারে। তবে এটা স্মরণীয় যে, মেটা তার নিয়ন্ত্রণে থাকা অ্যাপগুলোর ব্র্যান্ডিং পরিবর্তন করতে পারে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই।
মেটা এই পরিবর্তনের কারণ সম্পর্কে খুব বেশি ব্যাখ্যা দেয়নি, তবে অনেক মেসেঞ্জার ব্যবহারকারী এতে অসন্তুষ্ট হয়েছেন।
মেসেঞ্জারের এক ব্যবহারকারী এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, “মেটা যখন ‘আরও পুরুষালি পরিবেশ’ তৈরি করতে চায়, তখনই মেসেঞ্জার অ্যাপ হঠাৎ নীল হয়ে যায়।”
অন্য একজন মন্তব্য করেছেন, “তারা মেসেঞ্জার অ্যাপের বেগুনি রঙ সরিয়ে ফেলেছে বলে আমি তাদের ঘৃণা করি। এটা ‘ওয়োক’ সংস্কৃতির জন্য হয়েছে…”
আরেকজন ব্যবহারকারী লেখেন, “আমি এই ফেসবুকের নীল রঙ একদমই অপছন্দ করি। এটি এখন মেসেঞ্জারে দেওয়া হয়েছে! এমনকি আমি সময় নিয়ে এটাকে আবার বেগুনি করার কোড শেখার কথাও ভাবছি। এখন এটি কেবলই নিরস ও সাধারণ দেখাচ্ছে।”
অনেক ব্যবহারকারী মেসেঞ্জারের নতুন রঙ পছন্দ করছেন না। তবে এটি ব্যবহারকারীর আচরণে কী প্রভাব ফেলবে, তা এখনও স্পষ্ট নয়।
মেটা চায় মেসেঞ্জারকে ফেসবুকের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে। তবে এই পরিবর্তনের কারণে কিছু ব্যবহারকারী মেসেঞ্জার ও ফেইসবুক—দুটোই ব্যবহার করা বন্ধ করতে পারে। আবার অনেকে ভাবছেন, এই পরিবর্তন হয়তো ব্যবহারকারীর আচরণে বড় কোনো প্রভাব ফেলবে না।
তথ্যসূত্র : ডেইলি ট্রিবিউন।