Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

কেন বাড়ি পরিবর্তন করছেন শাহরুখ খান

shahrukh-and-mannat
[publishpress_authors_box]

শাহরুখ খানের মুম্বাইয়ের বাংলো ‘মান্নাত’ এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের বিপরীতে অবস্থিত এই বাড়িটি দেখতে এবং এর সামনে সেলফি তুলতে প্রতিদিন শত শত ভক্ত ভিড় করেন। ২৫ বছরেরও বেশি সময় ধরে এই বাড়িতে শাহরুখ তার পরিবার নিয়ে বসবাস করেছেন। তবে, এই বছরের শেষের দিকে খান পরিবার তাদের এই বাড়ি থেকে একটি অ্যাপার্টমেন্ট ভবনে স্থানান্তরিত হবেন। কারণ, এই বিশাল বাংলোটির একটি বড়সড় সংস্কার কাজ করা হবে।

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, শাহরুখের বাড়ি ‘মান্নাত’ এর সংস্কার কাজ মে মাসে শুরু হবে। বাড়িটিকে সম্প্রসারণও করা হবে। গ্রেড ৩ হেরিটেজ কাঠামো হওয়ায় শাহরুখ খানের নিজের বাড়ি ‘মান্নাত’ এর সংস্কার ও কাঠামোগত পরিবর্তন করার জন্য আদালতের অনুমতি নেওয়া লেগেছে।

কয়েক মাসের মধ্যেই সংস্কার কাজ শুরু হওয়ার আগেই শাহরুখ তার স্ত্রী গৌরী এবং সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবনের চারটি ফ্লোরে স্থানান্তরিত হচ্ছেন।

হিন্দুস্তান টাইমস- এর একটি প্রতিবেদন জানিয়েছে, শাহরুখ চলচ্চিত্র প্রযোজক বাসু ভগনানির কাছ থেকে এই ফ্লোরগুলো ভাড়া নিয়েছেন। আর এই ভাড়া দেওয়ার চুক্তিটি হয়েছে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট এর সঙ্গে ভগনানির অভিনেতা পুত্র জ্যাকি ভগনানি এবং তার কন্যা দীপশিখা দেশমুখের।

সূত্র জানায়, চারটি ফ্লোরে শুধু খান পরিবারই নয়, তাদের নিরাপত্তা কর্মী এবং স্টাফরাও থাকবেন। এমনকি কিছু জায়গা অফিস হিসেবেও ব্যবহৃত হবে। একটি সূত্র জানিয়েছে, “এটি মান্নাতের মতো বিশাল নয়; তবে তার নিরাপত্তা এবং অন্যান্য কর্মীদের থাকার জন্য যথেষ্ট জায়গা রয়েছে।”

জানা গেছে, চারটি ফ্লোরের জন্য শাহরুখ প্রতি মাসে ২৪ লাখ রুপি ভাড়া দেবেন।

সূত্র অনুসারে, শাহরুখ এবং তার দল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তার এবং তার পরিবারের যথাযথ নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করার জন্য কাজ করছেন।

বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়, অভিনেতা ভবনটির প্রথম, দ্বিতীয়, সপ্তম এবং অষ্টম তলার দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট তিন বছরের জন্য ভাড়া নিয়েছেন।

খান পরিবার এত দীর্ঘ সময় সেখানে থাকার পরিকল্পনা করেছে কিনা তা স্পষ্ট নয়, তবে মান্নাতের সংস্কার কাজ দুই বছর পর্যন্ত সময় নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ল্যান্ডমার্ক ‘মান্নাত’

বলিউড বাদশা শাহরুখ খানের মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ‘মান্নাত’ শুধু একটি বাড়ি নয়, এটি একটি ল্যান্ডমার্ক। প্রায় ২৭,০০০ বর্গফুটের এই ঐতিহ্যবাহী বাংলোটির ইতিহাস ১৯১৪ সাল থেকে শুরু। নারিম্যান এ. দুবাশ নামে এক ব্যক্তির মালিকানাধীন ছিল বাড়িটি। শাহরুখ ২০০১ সালে ১৩ কোটি ১ লাখ রুপি দিয়ে এটি কেনেন এবং ২০০৫ সালে এর নাম পরিবর্তন করে ‘মান্নাত’ রাখেন। আজ এর আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি রুপি।

আগে এই বাড়িটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কিংবদন্তী অনুসারে, এটি ১৯ শতকের শেষের দিকে মান্ডির রাজা দ্বারা নির্মিত বলে মনে করা হয় এবং বাংলোর সম্মুখভাগে থাকা ‘এম’ সম্ভবত সে কারণেই রয়েছে। তবে আরেকটি মত অনুযায়ী, বাংলোটি ১৯১৭ সালে মানেকজি বোতলওয়ালা নামে একজন পার্সি ভদ্রলোক নির্মাণ করেছিলেন। এক্ষেত্রে ‘এম’ আসলে মানেকজির আদ্যাক্ষরও হতে পারে।

এই বাংলোর স্থাপত্যশৈলী ইতালির ভিসেনজা শহরের ষোড়শ শতাব্দীর ভবন ‘ভিলা লা রোতুন্ডা’ দ্বারা অনুপ্রাণিত, যা ইতালীয় স্থপতি পালাদিও নকশা করেছিলেন। এটি রোমের প্রথম শতাব্দীর ভবন প্যানথিয়নের স্থাপত্যশৈলী দ্বারাও অনুপ্রাণিত। ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে এই বাংলোটি চলচ্চিত্র শুটিংয়ের জন্য ব্যবহৃত হতো। মিস্টার ইন্ডিয়া এবং তেজাব-এর মতো সিনেমা এই বাংলোয় শুটিং হয়েছে।

এই ঐতিহ্যবাহী গ্রেড থ্রি সম্পত্তিটির মূল কাঠামোর পরিবর্তন করায় আইনি বাধ্যবাধকতা রয়েছে বলেই শাহরুখ এর পেছনে একটি ছয়তলা এক্সটেনশন তৈরি করেছেন, যা ‘মান্নাত এনেক্স’ নামে পরিচিত। গৌরী খান ২০২৪ সালের নভেম্বরে ‘মান্নাত এনেক্স’-এ আরও দুটি তলা যোগ করার জন্য আবেদন করেন। শাহরুখের কাছে ‘মান্নাত’ শুধু একটি বাড়ি নয়, এটি তার স্বপ্নের প্রতীক। বিভিন্ন সময়ে বাড়িটি নিয়ে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে শাহরুখ বলেছেন, নিঃস্ব হয়ে গেলেও তিনি ‘মান্নাত’ বিক্রি করবেন না। গৌরী খানের নকশায় এবং স্থপতি কাইফ ফাকিহের তত্ত্বাবধানে ‘মান্নাত’-এর বর্তমান রূপ দেওয়া হয়েছে। এই বাড়িতে ছয়টি তলা, একাধিক বেডরুম, জিম, পুল, লাইব্রেরি এবং অডিটোরিয়াম রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত